• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

স্টিভেন স্মিথের বিয়েটা তাহলে হচ্ছে!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

বেশ কঠিন সময় পার করছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে স্মিথ ও ওয়ার্নার এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। আর ব্যানক্রফটের নিষেধাজ্ঞা নয় মাসের।

অনেকটা অবসরের মতোই কাটছে তাদের সময়। যদিও ওয়ার্নার ব্যস্ত আছেন নিজের বাড়ি তৈরিতে। আর ছেলের মানসিক কথা চিন্তা করে বিয়ের আয়োজনের কথা ভাবছেন স্মিথের বাবা পিটার স্মিথ। ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র স্মিথ জানান, দ্রুত ছেলের বিয়ের কাজটা শেষ করবেন তিনি।

পাত্রী দীর্ঘদিনের বান্ধবী ড্যানি উইলিস। গত বছরই নিউইয়র্কে এক অনুষ্ঠানে ২৭ বছর বয়সী আইনজীবী বান্ধবী ড্যানি উইলিসকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্মিথ। করেছিলেন আন্টি বদল। সময়ও ঘনিয়ে এসেছে। এরই মধ্যে ঘটে গেল স্মিথের জীবনের সবচেয়ে কালো অধ্যায়। অনেকে মনে করেছিলেন, স্মিথের এই কর্মকাণ্ডের কারণে মুখ ফিরিয়ে নিতে পারেন উইলিস। কিন্তু ভালোবাসার কাছে সবই তুচ্ছ। সেটা আবারো প্রমাণ করে স্মিথের পাশে দাঁড়ান ড্যানি। বিপদে সময়ে স্মিথকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন। ফলে আর দেরি করতে চান না স্মিথের বাবা পিটার স্মিথ। এ বছরের সেপ্টেম্বরে বিয়ের আয়োজন শেষ করতে চান তিনি।

বল টেম্পারিংকাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট মাঠের বাইরে আছেন ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এ সময় দরকার মানসিক শান্তি। আর এ কারণেই চলতি বছরে বিয়ের আয়োজন করার কথা জানিয়েছেন পিটার স্মিথ- ‘স্মিথকে উইলিস বেশ সমর্থন দেয়, সে সবকিছু গুছিয়ে নিতে পারবে। বিয়েটা এখনই দরকার। তাই আমরা সব আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঘটে যাওয়া সেই কাণ্ডে খেলোয়াড়, কোচ, সমর্থকদের কাছ থেকে অনেক কথাই শুনতে হয়েছে স্মিথকে। এ সময় নিজেকে স্বস্তিতে রাখতে চান তিনি। আর ঘটে যাওয়া সেই কাণ্ডের কারণে ছেলেকে কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন পিটার স্মিথ। এ ছাড়া এ সময় উইলিসের চেয়ে ছেলেকে আর কেউ ভালোভাবে সামলাতে পারবে না বলে মনে করছেন সিনিয়র স্মিথ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads