• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

‘টি-টোয়েন্টিতে মাশরাফিকে খুব দরকার’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

টেস্ট ছেড়েছেন অনেক আগেই। সংক্ষিপ্ত ভার্সনের টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন গত বছরই শ্রীলঙ্কা সফরে। তবে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেটে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো মাশরাফি বিন মর্তুজার কদর অনেক। আমজনতা থেকে শুরু করে বিসিবির সভাপতিও তা অনুধাবন করেছেন নানা সময়ে। নিদাহাস টুর্নামেন্টের আগে মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন বিসিবি কর্তারা। কিন্তু মাশরাফি নিজ সিদ্ধান্তে ছিলেন অটল। ফলে ফেরানো যায়নি তাকে।

এবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফির প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল মিরপুরে তিনি বলেন, টি-টোয়েন্টিতে ওকে (মাশরাফি) আমাদের বেশি দরকার।

প্রসঙ্গটা উঠেছিল টেস্টে ফেরা নিয়ে। বেশ কিছুদিন আগে মাশরাফি টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি বিসিবি। গতকাল ঘুরেফিরে মাশরাফির টেস্টে ফেরা নিয়েই প্রশ্ন করা হয় নান্নুর কাছে। এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘এটা পুরোপুরি ওর (মাশরাফি) এবং বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশ দেওয়া হবে ওভাবে আগাব। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে।’ মোদ্দা কথা টেস্টে ফেরানোর ব্যাপারে বিসিবি কর্তাদের গলায় জোর কম। তবে টি-টোয়েন্টিতে মাশরাফিকে ভালোমতো চায় সবাই। তার প্রমাণ নান্নুর পরের কথায়, ‘কিন্তু আমরা চাচ্ছি টি-টোয়েন্টিতে ও ফিরুক, ওখানে ওকে আমাদের বেশি দরকার।’ টেস্টে ফেরা নিয়ে পরের অংশে আরো পরিষ্কার করে কিছু বলার চেষ্টা করেছেন প্রধান নির্বাচক, ‘একটা খেলোয়াড় একটা ফর্ম থেকে রিটায়ার হয়ে গেলে সেটা বাদ দিয়ে চিন্তা করতে হয়। তারপরও ফিরতে চাইলে ওর পারফরম্যান্স চিন্তা করে বিবেচনা করা হবে।’

জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও বেশিরভাগ ক্রিকেটার এখন চোটের সঙ্গে লড়াই করছে। ইনজুরিতে রয়েছেন মুশফিক, তামিম, তাসকিন, মিরাজ, নাসির, মাহমুদউল্লাহ। তবে চোট নিয়ে খুব একটা চিন্তিত নন নান্নু। তার মতে, ‘চোটের ওপর তো আর কারো হাত নেই। সামনে অনেক সময় আছে। বিসিএল শেষ হওয়ার পর প্লেয়াররা রিকভার করার জন্য আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। আমার মনে হয় এর মধ্যে যারা চোটে আছে রিকভারি করবে। আশা করি ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’

ক্রিকেটারদের চোট নিয়ে ন্যাশনাল টিমের ফিজিও ও ট্রেনারদের ভূমিকা নিয়ে নান্নু জানান, ‘আমাদের এখানে মেডিকেল টিম আছে, ফিজিও আছে। এরা কাজ করছে। তাদেরও দরকার এখানে। আড়াই সপ্তাহ পর যে ক্যাম্প শুরু হবে, সেখানে সবাই থাকবে। আমার মনে হয় আমাদের মেডিকেল টিম ভালো কাজ করছে, চেষ্টা করছে সবাইকে সুস্থ করে তোলার।’

জুনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চোটের কারণে নতুন কোনো মুখ দেখা যাবে কি না টাইগার স্কোয়াডে? নান্নু অবশ্য আফগানদের বিরুদ্ধে মূল টিমকেই খেলানোর পক্ষে। তিনি বলেন, ‘আমাদের কাছে যা আপডেট আছে, তাতে লম্বা সময়ের জন্য কারো চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে প্রায় সব খেলোয়াড়কে পাব। আমাদের মূল টিমকেই খেলানোর কথা ভাবছি। কারো বিশ্রাম দেওয়ার কথাও ভাবছি না। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের বেস্ট টিমটাই খেলবে।’

‘এ’ টিম ও এইচপি প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘এটা আগেও বলা হয়ছে, এইচপির প্রোগ্রাম ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে। এক থেকে দুই বছরের মধ্যে জাতীয় দলে আসার যোগ্যতাসম্পন্নদেরকেই এখানে বিবেচনা করা হবে। আর সেভাবেই দল গঠন করা হবে। যারা পারফর্মার আছে, যাদের থেকে আন্তর্জাতিক পর্যায়ে সার্ভিস পাওয়া যেতে পারে তাদেরকেই বিবেচনা করা হবে।’

বিসিএল শেষেই শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। মে মাসের শুরুর দিকে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের মাঝ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জুনের প্রথম সপ্তাহে ভারতে যাবে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে খেলতে। এরপর টাইগাররা দেশে ফিরে আবার ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads