• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

চুক্তি নিয়ে ভাবছেন না মোসাদ্দেক-তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় হতাশ নন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার তাসকিন আহমেদ। এসব চিন্তা না ভেবে সামনের দিকেই তাকাতে চাচ্ছেন দুজন। যেখানে ভালো পারফরম্যান্স করাটাই মূল কথা।

চুক্তি থেকে বাদ পড়া প্রসঙ্গে গতকাল মোসাদ্দেক বলেন, ‘চুক্তি থেকে বাদ পড়াটা হতাশাজনক। কিন্তু আমি এটাও মনে করছি এই চুক্তিটাই সবকিছু নয়। পারফরম্যান্স হয়তো ভালো ছিল না, তাই বাদ পড়েছি। এখন আমার লক্ষ্য, ভালো পারফর্ম করে আবার জায়গা ফিরে পাওয়া।’

চুক্তিতে থাকাকালীন খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মোসাদ্দেক। ইনজুরিও বাগড়া দিয়েছিল। ফলে চুক্তি থেকে বাদ পড়াটা স্বাভাবিক বলেই ধরছেন তিনি। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ রয়েছে তার। তিনি বলেন, ‘এ জায়গাতে আমার অভিযোগ আছে। আমি জাতীয় দলে যে পজিশনে খেলি ওইটা হয়তো ঠিক আছে। কারণ ওই জায়গায় (উপরে) যারা খেলে তাদের নিয়ে বলার কিছু নেই। কিন্তু এর মানে এই নয় যে ঘরোয়া ক্রিকেটেও আমি সাত বা আট নম্বরে খেলব। এ জায়গায় আমার অভিযোগ আছে। আমি আশা করব টিম ম্যানেজমেন্ট এটা দেখবে। কারণ আমি সরাসরি হয়তো কাউকে কিছু বলতে পারব না। আশা করব নির্বাচকরা খেয়াল করবে।’

অন্যদিকে চুক্তি থেকে বাদ পড়া প্রসঙ্গটি এড়িয়ে চলার চেষ্টা করছেন তাসকিন আহমেদও, ‘আসলে যা হওয়ার হয়ে গেছে। ওইটা নিয়ে ভেবে লাভ নেই। কী কী ভুল ছিল, তা নিয়ে চিন্তা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি, সব মিলিয়ে চিন্তা করলাম ফিটনেস আরো বাড়াতে হবে। নিজেকে আরো ফিট করতে হবে। যদি শতভাগ ফিট থাকি তাহলে এই জিনিসগুলোয় কাজ করতে পারব। সামনে যে ক্যাম্পগুলো আছে তার আগেই নিজেকে ইম্প্রুভ করে ক্যাম্পে ঢুকতে চাই।’

নিজের ওপর মোটেও সন্তুষ্ট নন তাসকিন- ‘না না, আমি অবশ্যই সন্তুষ্ট নই। আমি জানি, আমি আরো বেটার বোলার, আগেও প্রমাণ করেছি। সামনে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads