• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সাকিব-তামিম খেলছেন বিশ্ব একাদশে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

হ্যারিকেন ইরমা আর মারিয়ার আঘাতে ওয়েস্ট ইন্ডিজের ৫ টি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ম গুলোর সংস্কারেই হচ্ছে লর্ডসে একটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেখানে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে উইন্ডিজ ও বিশ্ব একাদশ। ম্যাচ থেকে প্রাপ্ত টাকা স্টেডিয়ামের সংস্কারে কাজে লাগানো হবে।

সেই ম্যাচে বিশ্ব একাশের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব একাদশের হয়ে এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিশ্ব একাদশে সাকিব-তামিমদের অধিনায়ক হিসেবে থাকছেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। একাদশে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। খেলবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসিরা পেরেরা। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ডাক পেয়েছেন এই বিশ্ব একাদশে।

বিশ্ব একাদশের হয়ে খেলতে পেরে উচ্ছ্বসিত তামিম বলেন, ‘আমি আবার বিশ্ব একাদশের হয়ে খেলতে পারব বলে বলে উচ্ছ্বসিত। তা ছাড়া ক্রিকেট এমনই খেলা, যা মানুষকে এক সূত্রে বাঁধে, একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতার সাক্ষ্য বহন করছে।’

এই উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশি এই ওপেনার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভেন্যু নির্মাণে কিছুটা ভূমিকা রাখতে পারলে ভালো লাগবে। তবে লর্ডসে খেলা মানে অনেক গর্বের। আবার সেখানে খেলতে মুখিয়ে আছি। এর আগেই এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads