• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ল্যাঙ্গারের সাত চ্যালেঞ্জ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

জাস্টিন ল্যাঙ্গারের চ্যালেঞ্জটা বেড়ে গেছে বহুগুণে। কারণ এখন তিনি যে অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান কোচ। বিদায়ী কোচ ড্যারেন লেহম্যানের যোগ্য উত্তরসূরি হওয়ার লড়াইয়ে নেমেছেন। সেই দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেওয়ার পথে সাবেক এই অজি ব্যাটসম্যান মুখোমুখি হবেন সাত চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ল্যাঙ্গারের চিন্তা নিয়ে প্রতিবেদন—

সংস্কৃতি : জাস্টিন ল্যাঙ্গারের কাছে আচরণই সংস্কৃতি। ব্যক্তি আচরণে আক্রমণাত্মক না হয়ে তিনি ক্রিকেটারদের আক্রমণাত্মক দেখতে চান ক্রিকেট মাঠে। সঙ্গে দলের সকল ক্রিকেটারের আচরণে পরিবর্তন আনতে চান। দলকে নিয়ে এগিয়ে যেতে চান সম্মানের সঙ্গে। কারণ সম্মানটা তার কাছে পৃথিবীর সব সোনার চেয়েও দামি।

ট্র্যাক রেকর্ড : ব্যস্ত সময়সূচির সঙ্গে থাকবে ভ্রমণের ধকল। সব সামলে দলের ট্র্যাক রেকর্ড ধরে রাখতে চান ল্যাঙ্গার। থাকতে চান জয়ের ধারায়। ক্রিকেটারদের ফিট রেখে জিততে চান ট্রফি। ভালো বা বাজে পারফরম্যান্সে আলোচনা বা সমালোচনা হবে। এ নিয়ে মাথা ঘামাতে চান না ল্যাঙ্গার। মাঠে ও মাঠের বাইরে দলের সবার ভালো ব্যবহার প্রত্যাশা করেন তিনি।

স্লেজিং : স্লেজিং করতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জুড়ি মেলা ভার। কিন্তু ল্যাঙ্গার দলের ওপর চেপে বসা এই তকমাটা ঝেড়ে ফেলতে চান। কমিয়ে ফেলতে চান স্লেজিং। প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা মুখে নয়, ব্যাট ও বলে দেখতে চান নতুন এই অজি কোচ।

স্পিরিট অব ক্রিকেট : অ্যাডাম গিলক্রিস্ট দেখিয়েছেন স্পিরিট অব ক্রিকেট কী জিনিস! আম্পায়ার আউট না দিলেও মাঠ থেকে বেরিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ল্যাঙ্গার দলের মধ্যে স্পিরিটটা ধরে রাখতে চান। কোনটি সঠিক বা ভুল তা বাছাইয়ের বাপারটা ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

দ্বিতীয় সুযোগ : বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়ে আছেন ক্যামেরন ব্যানক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাদের তিনজনকেই জাতীয় দলে ফের স্বাগত জানাতে প্রস্তুত ল্যাঙ্গার। প্রয়োজনে ত্রয়ী ক্রিকেটারকে রাখবেন তত্ত্বাবধানে। ফেরার জন্য তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে বিন্দুমাত্র অনীহা নেই তার।

ড্রেসিং রুম : ড্রেসিং রুমে কড়াকড়ি নিয়ম থাকবে সবার জন। নিয়মে বাধা থাকবেন সাপোর্ট স্টাফ, ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সবাই। ড্রেসিং রুমে এলিট ও তরুণ ক্রিকেটারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রত্যয়ী ল্যাঙ্গার। যাতে সম্পর্কে চিড় না ধরে।

লক্ষ্য : দক্ষিণ আফ্রিকা সফরের বাজে স্মৃতি ভুলে যেতে চান ল্যাঙ্গার। সীমিত ব্যাটিং শক্তি নিয়েও দল পুনর্গঠন করবেন ২০১৯ বিশ্বকাপ ও ডবল অ্যাশেজ সিরিজ জেতার স্বপ্ন নিয়ে। ‘গ্রেট টিম’ হিসেবে ভারতের মাটিতে সাফল্য ছিনিয়ে লক্ষ্যে থাববেন অবিচল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads