• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

রোমাঞ্চিত নন রুবেল

ইংল্যান্ড বিশ্বকাপ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

এক বছর পরই ইংল্যান্ডের মাটিতে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবারের ফরম্যাটটি ভিন্ন। অনেকটাই ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেটের মতো। ১০ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে সবার সঙ্গে। মানে প্রত্যেক দল সুযোগ পাবে নয়টি করে ম্যাচ খেলার। এরপর পয়েন্ট তালিকায় সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল। পরে ফাইনাল। বিশ্বকাপের এই ফরম্যাট নিয়ে কয়েকদিন আগে রোমাঞ্চকর অনুভূতি প্রকাশ করেছিলেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। বেশি ম্যাচ খেলার সুযোগকে তিনি দেখেছেন ইতিবাচক হিসেবে। তবে পেসার রুবেল হোসেন বিশ্বকাপ নিয়ে খুব একটা রোমাঞ্চিত নন। আর দশটা ম্যাচের মতোই ভাবছেন তিনি এই টুর্নামেন্টকে। দলে জায়গা পেলে সেরাটা দিতে প্রস্তুত এই তারকা পেসার।

ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে রুবেল গতকাল বলেন, ‘বিশ্বকাপ নিয়ে সেভাবে রোমাঞ্চিত না। ইংল্যান্ডে আমরা অনেক খেলেছি। ওখানে আমার দু-একটা ভালো স্মৃতিও আছে। যদি সুস্থ থাকি এবং সুযোগ পাই দলে তাহলে বিশ্বকাপে চেষ্টা করব সেরাটা দিতে। চেষ্টা থাকবে ভালো স্মৃতি ফিরিয়ে আনতে। ওখানে ভালো খেলেছি আগে, তাই চাইব ভালো কিছু উপহার দিতে।’

বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেট নিয়ে রুবেল বলেন, ‘দেখবেন শুধু ইংল্যান্ডে নয়, সবখানে। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে আমরা শুনেছি সেখানে বাউন্স থাকবে। কিন্তু ওখানে গিয়ে দেখেছি উইকেট ফ্ল্যাট। সবাই উইকেটে রান দেখতে চায়। জমজমাট ম্যাচ চায় দর্শক এমনকি আইসিসিও। বাংলাদেশের উইকেটেও ৩০০ রান দেখি। বাইরেও হয়তো সেটাই হবে। সেভাবে প্রস্তুতি নিতে হবে।’

কিছুদিন ধরে নতুন স্টাইলে বল করার চেষ্টা করছেন রুবেল হোসেন। যাকে বলা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। পরিষ্কার করে বললে স্নোয়ার বা নাকল। যেখানে বল মাটিতে পড়ে একটু উপরে উঠবে। নতুন ডেলিভারি নিয়ে রুবেল বলেন, ‘এটা নিয়ে অনেক আগেই অনুশীলন করেছি। নিউজিল্যান্ডে দু-একটা বল প্রয়োগ করেছি। ভালো হয়েছে। আত্মবিশ্বাসের ব্যাপার। আইপিএলে এটা সবাই চেষ্টা করছে। মোটামুটি সবাই সফল হচ্ছে। এটা নিয়ে আমাকে আরেকটু কাজ করতে হবে।’

জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আসল পরীক্ষা। বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানে তিন ফরম্যাটেই স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগার শিবির। উইন্ডিজ সফর প্রসঙ্গে রুবেলের মূল্যায়ন, ‘ওয়েস্ট ইন্ডিজে তো আগে খেলেছি। ওখানে বোলাররা সুবিধা পেয়ে থাকে অনেকটাই। এই সফরে তারা (ওয়েস্ট ইন্ডিজ) চাইবে পেস সহায়ক উইকেট তৈরি করতে। কারণ, ওদের পেস বোলিং মোটামুটি শক্তিশালী। ওখানকার কন্ডিশনে আমরা যারা পেসার আছি, চেষ্টা থাকবে উইকেট অনুযায়ী ভালো বোলিং করতে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলব। আশা করি, প্রস্তুতি ম্যাচের সুযোগ আমরা কাজে লাগাতে পারব।’

শুধু ওয়ানডে নয় টেস্ট র্যাংঙ্কিয়েও ওয়েস্ট ইন্ডিজ এখন বাংলাদেশের পেছনে। এই সফরে যা মানসিকভাবে সাহায্য করবে বাংলাদেশকে। তা মানছেন রুবেলও, ‘অবশ্যই। টেস্ট র্যাঙ্কিংয়ে একধাপ ওপরে উঠে গেছি আমরা। এটা বাংলাদেশের অনেক বড় অর্জন। এখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের নিচে, এটা মাথায় থাকবে। আমাদের ক্রিকেটারদের অনেক সহায়তা করবে, আত্মবিশ্বাস জোগাবে। দ্রুত মানিয়ে নেওয়া যাবে।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টিকে আছেন রুবেল হোসেন। বিষয়টি ভালো খেলতে উদু্বদ্ধ করবে কি না। এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। তারা আমাকে নিয়ে চিন্তা করেছে। সে কারণেই রেখেছে। আমাকে ভালো খেলা উপহার দিতে হবে।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads