• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতেও হারল রুমানারা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারানোর পথে রয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। গতকাল রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে সফরকারী বাংলাদেশকে পরাজিত করে। ম্যাচে টসজয়ী বাংলাদেশের মাত্র ৮৯ রানের জবাবে প্রোটিয়া মহিলা দল মাত্র ১৭.১ ওভারে ১ উইকেটে ৯০ রান করে। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ১০৬ রানে পরাজিত হয়।

দলীয় মাত্র ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় রুমানার দল। শুধু নবম জুটিতে ৩৭ রান ছাড়া বাংলাদেশের ইনিংসে ভালো কোনো স্কোর গড়া সম্ভব হয়নি। পান্না ঘোষ ও জাহানারা আলম শেষ দিকে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেছিলেন। পান্না অপরাজিত ২০ এবং জাহানারা ১৮ রান করেন। এ ছাড়া উইকেটকিপার নিগার সুলতানা ১৭ রান করেন। দলের আর কেউই ডবল ফিগারে পৌঁছতে পারেননি। সানজিদা ইসলাম ৫, মুরশিদা খাতুন ১, অধিনায়ক রুমানা আহমেদ ৬, ফাহিমা খাতুন ৮, সালমা খাতুন ৫ ও নাহিদা আক্তার ১ রান করেন। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ও রাইসিভ ৩টি করে উইকেট লাভ করেন।

মাত্র ৯০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বেশ সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকেন দুই ওপেনার লিজেল ও ওলভার্ড। দলীয় ৬৫ রানের মাথায় লিজেল সালমার বলে সানজিদার কাছে ধরা পড়েন। তিনি করেন ৩২ রান। ওলভার্ড ৩৭ ও সেত্তি ১৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ দলের ছয় বোলারের মধ্যে একমাত্র সালমা একটি উইকেট পান ১৯ রান দিয়ে।

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি বুধবার কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হয়েছে পোচেফস্ট্রুমে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads