• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

‘তিনজনকে নিয়ে আমি চিন্তিত’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং গড়িয়েছে অনেক দূর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে এই কাণ্ডের জন্য এক বছর করে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক সি্বেভন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের জন্য নিষিদ্ধ হন ক্যামেরন ব্যানক্রফট। আর একই ইস্যুতে চোখের জলে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছাড়েন ড্যারেন লেহম্যান। তবে সাবেক এই কোচের প্রত্যাশা নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো এই তিন ক্রিকেটারকে দ্রুত সব ধরনের ক্রিকেটে ফিরিয়ে আনবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার নতুন কোচের দায়িত্ব নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব নেওয়ার পর অবশ্য তিনি জানিয়েছিলেন, নিষিদ্ধ তিন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে। এতে ওই তিন ক্রিকেটারসহ আশার সঞ্চার হয়েছে সাবেক অজি কোচের। অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লেহম্যান বলেন, ‘ওরা তিনজনই খুব ভালো, আমি ওদের অবস্থা বুঝতে পারছি। মানুষ হিসেবে ওরা তিনজনই খুবই চমৎকার। আমি ওদের তিনজনকে নিয়ে প্রতিদিনই চিন্তা করি।’

প্রায় ছয় সপ্তাহ ধরেই তিন ক্রিকেটারকে নিয়ে ভেবে চলেছেন সাবেক অজি কোচ। তিনি আশা করছেন এই তিন ক্রিকেটারের দোষ ক্ষমা করে তাদের দলে সুযোগ দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া- ‘আশা করব, নিষেধাজ্ঞা পাওয়া তিন ক্রিকেটার দ্রুত ফেরার সুযোগ পাবে। সবাই তাদের ক্ষমা করে দিবে বলে আশা করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, ওরা খুব ভালো মানুষ। আমি ওদের তিনজনকেই ব্যক্তিগতভাবেই ভালোবাসি। তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। ওদের নিয়ে চিন্তা করি বলেই যোগাযোগ রাখছি। এ ঘটনার পর তারাও আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে উঠেছে।’

নিষেধাজ্ঞা উঠিয়ে আবারো সুযোগ দিলে এই তিন ক্রিকেটারই আবারো অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন সাবেক এই অজি ক্রিকেটার, ‘আমি বলব অস্ট্রেলিয়া ক্রিকেটের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দল এবং আশা করব সবাই আবারো এই দলকে আগের জায়গায় ফিরে পাবে। সঠিকভাবে খেলে সবার কাছ থেকে সম্মান ফিরে পাবে দলটি।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads