• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

‘দেরাদুনের সুযোগ-সুবিধা ভালো’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ মে ২০১৮

জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির আপত্তি ছিল ভেন্যু নিয়ে। সেই শঙ্কাও কেটে গেছে। দেরাদুনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক মনে হয়েছে বিসিবি কর্তাদের। বিসিবির প্রতিনিধিদল ইতোমধ্যে ঘুরে এসেছে দেরাদুন থেকে। দলটির প্রতিবেদনে সন্তুষ্ট বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান।

দেরাদুনের সমস্যা একটাই- সরাসরি বিমানে যাওয়ার কোনো উপায় নেই। টিম হোটেল থেকে বাসে যেতে হবে স্টেডিয়ামে। সময় লাগবে প্রায় পৌনে এক ঘণ্টা। এতটুকু সমস্যা বাদ দিলে আর কোনো অসুবিধা নেই। এ প্রসঙ্গে মিরপুরে গতকাল আকরাম খান বলেন, ‘রিপোর্টে যা দেখেছি, মাঠ অনেক ভালো, সুযোগ সুবিধাও ভালো। হোটেলও ভালো। একটা সমস্যা হোটেল থেকে স্টেডিয়াম যেতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। এটা কোনো ব্যাপার নয়। খুব ইতিবাচক।’

শোনা যাচ্ছিল জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে আকরাম খানের ভাষায় একটু আগেও হতে পারে। তার মতে, ‘২৯ মে থেকে ৮/৯ জুনের মধ্যে সেখানে ম্যাচগুলো খেলব। সভাপতির সঙ্গে কথা বলে সূচি ঠিক করব। আমাদের প্রস্তাব তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা।’

দেরাদুনের ভেন্যু একেবারেই নতুন। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়েই অভিষেক হবে স্টেডিয়ামের। নতুন ভেন্যু সম্পর্কে সম্যক ধারণা নেই বিসিবির। ফলে আগেভাগে গিয়ে পর্যাপ্ত অনুশীলনে চোখ আকরাম খানের। সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘গ্রাউন্ডসটা যেহেতু নতুন। সুযোগ-সুবিধা তো নেবই। পর্যাপ্ত অনুশীলনের সুবিধাটা নেব। অনুশীলনের পর একটি প্রস্তুতি ম্যাচও খেলব আমরা।’

দেরাদুনে প্রচণ্ড গরম। ম্যাচের সময়সূচিতেও তাই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকরাম বলেন, ‘যেহেতু ওখানে গরম, তাই প্রস্তাব দেব ম্যাচ যাতে বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হয়। খেলোয়াড়রা যেন ক্লান্ত না হয়, সেই ভাবনা আমাদের মাথায় রয়েছে।’

আফগান ও উইন্ডিজ সফর উপলক্ষে ইতোমধ্যে ৩১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে এখনো হেড কোচহীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন কোচ প্রসঙ্গে আকরাম খান জানান, ‘কোচ নিয়ে আমরা বসে নেই। আইপিএল চলছে। সবকিছু মিলিয়ে দেরি হচ্ছে। হাথুরু চলে যাওয়ার পর থেকেই চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads