• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘ওয়ালশেই সওয়ার বিসিবি’

বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান

সংরক্ষিত ছবি

ক্রিকেট

‘ওয়ালশেই সওয়ার বিসিবি’

ফিল্ডিং কোচ সোহেল ইসলাম 

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

গত বছরের শেষের দিক থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হেড কোচশূন্য। এর মধ্যে চলে গেছে ঘরের মাঠে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। সম্পন্ন হয়েছে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিও। এর ফাঁকে অনেকেই এসেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। বিসিবির মনঃপূত হয়নি। ফলে আপৎকালীন কোচ দিয়েই চলছে সব। জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। চিত্র পরিষ্কার, এই দুই সফরেও হেড কোচ পাবে না বাংলাদেশ। তবে বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান গতকাল বলেছেন বিসিবি বসে নেই, হেড কোচ খুঁজছে তারা।  

আফগান ও উইন্ডিজ সিরিজ প্রসঙ্গে আকরাম খান জানান, ‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন তারাই থাকবেন। ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কি না সেটা এখনো বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে, তারা তো বসে নেই। তবে শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন তাই তিনিই (কোর্টনি ওয়ালশ, নিদাহাস ট্রফিতে রানার্সআপ) কোচের দায়িত্ব পালন করতে পারেন।’

প্রথমে ফিল্ডিং কোচ পরে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন জিম্বাবুয়ের রিচার্ড হ্যালসল। তিনি পদত্যাগ করেছেন আগেই। তার পরিবর্তে দলের সঙ্গে সামনের সিরিজগুলোয় থাকবেন সোহেল ইমাম। তিনি দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচের। ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের ফিল্ডিং কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে তার।

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন ভারতের দেরাদুনে। সাকিবরা দেশ ছাড়বে ২৯ মে। এ প্রসঙ্গে আকরাম খান জানান, ‘বাংলাদেশ টিম যাচ্ছে ২৯ তারিখে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।’

অস্ট্রেলিয়া সফর বাতিল হয়ে গেছে। আকরাম খান অবশ্য এ প্রসঙ্গ ভাবতেই চাচ্ছেন না, ‘আসলে সিরিজটা হবে কি হবে না এই অবস্থায় ছিল। এখন তারা খেলতে পারবে না বলে জানিয়েছে। আমরাও আসলে এটা নিয়ে আর ভাবছি না। আমাদের অনেকগুলো সিরিজ আছে, ওসব নিয়েই ভাবছি।’

ঢাকায় বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজের আসা প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘তার আসাটা ব্যক্তিগত। অনেক দিন পর দেখা হবে। বাংলাদেশ দল আজকে যে পর্যায়ে আছে এখানে তার অবদান অনেক। শুধু একজন কোচ নয়, একজন অভিভাবক হিসেবে তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তাকে আমরা অন্য চোখে দেখি। এখনকার ক্রিকেটাররা তার সঙ্গে কথা বলে অনেক কিছুই শিখতে পারবে। তার আসাতে আমরা আনন্দিত, তার সঙ্গে কোচ নির্বাচনের ব্যাপারেও আলোচনা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads