• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ 

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

মাত্র একদিন আগে খবর পাওয়া গেল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তাবিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট আসরটি বাতিল হয়ে গেছে। এতে অনেকটাই হতাশ হয়ে পড়েন বাংলাদেশের খেলোয়াড় ও দর্শকরা। তবে এবার নতুন আশাব্যঞ্জক খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্রের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

আগস্টের সিরিজে খেলা হবে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচটি কবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে। আর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজনাল পার্ক স্টেডিয়ামে। বাংলাদেশ হবে তৃতীয় দেশ, যাদেরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফ্লোরিডায় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের আয়োজন করতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপের কয়েক মাস আগে। ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা লাভ করে। আর বিশ্বকাপের পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচে প্রায় ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল ফ্লোরিডার গ্যালারিতে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সেখানে টি- টোয়েন্টি সিরিজ আয়োজনের জন্য আগ্রহী।

ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে রয়েছে। বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। কিন্তু সবচেয়ে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছে। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার তারা শিরোপা লাভ করার পর ২০১৬ সালে ভারতের মাটিতেও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার। তাদের বিপক্ষে ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ খেললে তাতে বাংলাদেশই লাভবান হবে। দারুণ অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ দল। বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে অষ্টম এবং ওয়ানডেতে সপ্তম স্থানে থাকলেও ছোট ফরম্যাটের ক্রিকেটে অনেক পিছিয়ে রয়েছে।

ভারতের আইপিএলে বাংলাদেশের সাকিব আল হাসান দারুণ খেলছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। হায়দরাবাদের এখন পর্যন্ত শীর্ষে থাকার ব্যাপারে সাকিবের বিরাট অবদান রয়েছে। অপর খেলোয়াড় মোস্তাফিজুর রহমান সাকিবের মতো না হলেও মোটামুটি ভালো খেলছেন মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে। বাংলাদেশের এই দুই তারকা ছাড়াও পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএলে বাংলাদেশের তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ মাঠ মাতিয়েছেন। তবে বাংলাদেশের একটি ভালো টি-টোয়েন্টি একাদশ গঠন করার মতো খেলোয়াড় কিন্তু নেই। তাই ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত এই টি-টোয়েন্টি সিরিজটি খুবই কাজে দেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads