• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
তিন ম্যাচই জিততে  পারি : আরিফুল

তরুণ অলরাউন্ডার আরিফুল হক

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

তিন ম্যাচই জিততে পারি : আরিফুল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বেশ ভালো দল। তাদের রয়েছে নাম্বার ওয়ান স্পিনার রশিদ খান। আছে কিছু ভালো ব্যাটসম্যানও। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে আগামী জুনের প্রথম সপ্তাহে। ভেন্যু নিরপেক্ষ, ভারতের দেরাদুন। তবে গরম আবহাওয়া ঝামেলা তৈরি করবে, এটা অনুমিত। তারপরও সব কিছু মিলিয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন প্রাথমিক স্কোয়াডে থাকা তরুণ অলরাউন্ডার আরিফুল হক। তার মতে, তিন ম্যাচেই জিততে পারি আমরা।

গতকাল মিরপুরে তিনি বলেন, ‘ছোট ফরম্যাটে আফগানিস্তান ভালো দল। ওদের বোলিং ভালো। ব্যাটিং ততটা ভালো মনে হয় না আমার। সেই তুলনায় আমাদের দুই দিকই ভালো। ওদের দুজন বোলার খেলে (আইপিএলে)। ব্যাটসম্যান কেউ খেলে না। আসলে সিরিজ জমজমাট হবে। ওদের বোলিং নিয়ে প্ল্যান করছি। আমার মনে হয় তিনটাতেই জিতব।’

দেরাদুনের কন্ডিশনের সঙ্গে পরিচিত আরিফুল। এ প্রসঙ্গে তার মূল্যায়ন, ‘এর আগে আমি একবার দেরাদুনে খেলতে গিয়েছিলাম। ওখানে প্রচুর গরম। তবে তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আমাদের এখানেও গরম পড়ে। কন্ডিশন বলতে নতুন জায়গা। অন্যথায় কোনো সমস্যা নেই।’ আফগানদের বিরুদ্ধে প্রস্তুতি কেমন হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আরিফুল বলেন, ‘আমাদের বিপক্ষে যারা বোলিং করবে আইপিএলে তাদের খেলা দেখছি। তাদের মুজিব আছে। রশিদ খানকে বিপিএলে দেখেছি। সব মিলিয়ে ওদের কীভাবে খেলা যায় তা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আরিফুল হকের। সেটি শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বছরের শুরুর দিকে। যেখানে বল করার সুযোগ পাননি। ব্যাট হাতেও প্রমাণের সময় ছিল কমই। প্রথম ম্যাচে এক বলে এক রানে অপরাজিত। দ্বিতীয় ম্যাচে তিন বলে দুই রান। আরিফুলের লক্ষ্য পেস অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে থিতু হওয়া। সে লক্ষ্যেই তার পথচলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় দলে থিতু হওয়া। তারপর পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কীভাবে ব্যাট করব। ঘরোয়াতে বোলিং করি, জাতীয় দলে সেই সুযোগ এখনো হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads