• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘টি-টোয়েন্টির হাতেই টেস্টের মৃত্যু’

ব্রেন্ডন ম্যাককালাম

ছবি: ইন্টারনেট

ক্রিকেট

‘টি-টোয়েন্টির হাতেই টেস্টের মৃত্যু’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

কালের পরিক্রমায় টেস্ট ক্রিকেটের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট পণ্ডিত তাদের মতামত দিয়েছেন। যার সারমর্ম হচ্ছে, একটা সময় টেস্ট ক্রিকেট বলতে কিছু থাকবে না। ইতিহাসের অংশ হিসেবে তা চলে যাবে জাদুঘরে। ২০০৯ সালেই ক্রিস গেইল সাফ বলে দিয়েছেন, টেস্ট ক্রিকেটের মৃত্যু ঘটতে তিনি মোটেই হতাশ হবেন না। টেস্ট ক্রিকেট নিয়ে দুশ্চিন্তায় থাকা অ্যালেক্স হেলস, আদিল রশিদ ও ইয়ুন মরগানের সুরে এবার তাল মেলালেন ব্রেন্ডন ম্যাককালাম। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণের টিকে থাকা নিয়ে সন্দিহান ব্ল্যাক ক্যাপস শিবিরের সাবেক এই অধিনায়ক। সাবেক এই তারকা ক্রিকেটারের দৃঢ় বিশ্বাস, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা যত দ্রুত বাড়ছে, তত দ্রুতই পাঁচ দিনের ক্রিকেট এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে।

৩৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালামের টেস্ট ক্রিকেট ইতিহাসটা বেশ সমৃদ্ধ। ২০১৬ সালে অবসরে যাওয়ার আগে খেলেন ১০১টি টেস্ট। কিউই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্বটা শুধু তারই দখলে। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি খেলা ম্যাককালামের মতে, টেস্ট ক্রিকেট হারিয়ে যাবে সময়ের স্রোতে- ‘আমার দৃঢ় বিশ্বাস, সময়ের বিবর্তনে টিকে থাকতে পারবে না পাঁচ দিনের ক্রিকেট। কারণ বিশ্বের গুটিকয়েক দেশই কেবল তা খেলার অধিকার রাখে।’

এক সাক্ষাৎকারে কারণটাও ব্যাখ্যা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাককালাম। ‘বাস্তবতা হচ্ছে, লোকজন টি-টোয়েন্টির দিকে টান অনুভব করছেন এবং তা উপভোগ করছেন। গ্যালারিতে বসেই শুধু উন্মাদনায় ভাসছেন না। দেখছেন টিভি পর্দায়ও। সমাজ পাল্টে যাচ্ছে। চার-পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট খেলা দেখার সময় ক্রিকেটপ্রেমীদের হাতে নেই। টেস্টের শেষ দিনের প্রথম বা শেষ সেশন দেখতেও পারে, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads