• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোচ নিয়োগে কারস্টেনও

গ্যারি কারস্টেন

ইন্টারনেট

ক্রিকেট

কোচ নিয়োগে কারস্টেনও

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

তাকেই কোচ হিসেবে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তিনি রাজি নন। তবে পরামর্শক হিসেবে আসতে আপত্তি নেই তার। বিসিবিও খুশি। হেড কোচশূন্য বর্তমানে জাতীয় ক্রিকেট দল। দীর্ঘদিন ধরে কোচ খুঁজছে বিসিবি। কিন্তু পাচ্ছে না মনের মতো। এবার তিনজনের শর্টলিস্ট করেছে ক্রিকেট বোর্ড। কিন্তু কাকে চূড়ান্ত করা হবে, তার জন্য অপেক্ষা পরামর্শকের। সেই পরামর্শক ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেন বাংলাদেশে আসছেন দ্রুতই। তার সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত হবে বাংলাদেশের কোচ নিয়োগ পর্ব।

জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে হেড কোচ পাওয়া সম্ভব নয়। তবে বিসিবির চাওয়া জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত থাক প্রধান কোচ। কোচ নিয়োগ ও সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কারস্টেন প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘আমরা মোটামুটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলেছি (প্রধান কোচের)। আমরা চাচ্ছি লম্বা সময়ের জন্য। এখন পরামর্শকের (কারস্টেন) মতামতও জানা দরকার। আইপিএলের পয়েন্ট তালিকায় বড় ওলট-পালট না হলে সে ২০-২১ তারিখে চলে আসবে। আমাদের পাশাপাশি পরামর্শকও একটা তালিকা তৈরি করেছেন। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে। আমাদের কী ধরনের, কেমন কোচ দরকার, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি, এ মাসের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবেন।’

কবে নাগাদ নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিবি। এমন প্রশ্নে অবশ্য পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের আগেই কোচ আনা উচিত। না হওয়ার কথা নয়। কিন্তু কিছুই তো বলা যায় না। এর আগে তো একটা সময় আমরা ফাইনাল করেই ফেলেছিলাম। শেষ মুহূর্তে এসে বলে দিল পরিবার রাজি হচ্ছে না (পল ফারব্রেস)। সুতরাং কোচ না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এ কারণে আমাদেরও কিছু সময় নষ্ট হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads