• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অভিষেকে লড়েও হার আইরিশদের

ইন্টারনেট

ক্রিকেট

অভিষেকে লড়েও হার আইরিশদের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

এগারোতম টেস্ট দেশ হিসেবে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে ৫ উইকেটের নাটকীয় ও কষ্টার্জিত জয় পেল সফরকারী পাকিস্তান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গতকাল শেষ দিনে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৬০ রান করলে বৃষ্টিবিঘ্নিত ও ঘটনাবহুল টেস্টের জয়-পরাজয় নিষ্পত্তি হয়। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩১০ (ডিক্লেয়ার্ড) এবং আয়ারল্যান্ড তাদের দুই ইনিংসে ১৩০ ও ৩৩৯ রান করে।

বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনের খেলা হয়নি। দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়ালে নতুন ক্রিকেট জগতে প্রবেশ করে আয়ারল্যান্ড। ২০০০ সালের নভেম্বর মাসে বাংলাদেশের অভিষেক ম্যাচের দীর্ঘ সাড়ে ১৭ বছর পর নতুন করে কোনো দেশ টেস্ট খেলল। পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে আয়ারল্যান্ড ১৩০ রানে গুটিয়ে যায় মোহাম্মদ আব্বাস (৪ উইকেট), মোহাম্মাদ আমির (২ উইকেট) ও শাদাব খানের (৩ উইকেট) বোলিং তোপে। আইরিশ দলের ও’ব্রায়েন (৪০ রান) ও উইলসন (৩৩ রান) ছাড়া আর কেউই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ও’ব্রায়েনের সেঞ্চুরিতে (১১৮ রান) আয়ারল্যান্ড করে ৩৩৯ রান এবং লিড নেয় ১৫৯ রানের। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতে মাত্র ১৪ রানে ৩টি উইকেটের পতন ঘটলে জয়ের স্বপ্ন দেখতে থাকে আইরিশরা। কিন্তু ইমাম উল হক ও বাবর আজম চতুর্থ জুটিতে ১২৬ রান করলে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। ইমাম অপরাজিত ৭৪ রান করেন। আর বাবর ৫৯ রান করেন। আয়ারল্যান্ডের মুরতাঘ ২টি ও রানকিন ১টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads