• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাশরাফির বিকল্পের খোঁজে

মাশরাফি বিন মুর্তজা

সংরক্ষিত ছবি

ক্রিকেট

মাশরাফির বিকল্পের খোঁজে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২১ মে ২০১৮

টেস্ট তো খেলেনই না। চালিয়ে যাচ্ছেন ওয়ানডে। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন তিনি গত বছর। চলতি বছর মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে সব ধরনের চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কাজ হয়নি। মাশরাফি তার সিদ্ধান্তে থেকেছেন অটল।

গতকাল আফগান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উঠল মাশরাফি প্রসঙ্গও। টি-টোয়েন্টি ক্রিকেটে নেই মাশরাফি। তার বিকল্প কে বা কারা হচ্ছেন। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাশরাফির বিকল্প বের করা এ দেশে কঠিন একটি কাজ। মাশরাফি সব ফরম্যাটেই দুর্দান্ত। দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য ব্যাড লাক। ওর মতো হয়তো পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে। আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাব।’

এ প্রসঙ্গে নান্নুর সঙ্গে তাল মিলিয়ে নির্বাচকমণ্ডলীর সদস্য হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাইফউদ্দিনের পারফরম্যান্সে আমরা হ্যাপি ছিলাম না। আমাদের মাথায় দুইজন বোলিং অলরাউন্ডার ছিল, একজন রাজু আরেকজন সাইফউদ্দিন। কিন্তু দুজনের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। যদিও তারা আমাদের চিন্তার বাইরে চলে যায়নি, সামনে আমাদের ‘এ’ দলের খেলা আছে, সেখানে আমরা তাদের দেখতে চাই। আসলে তারা কেমন করে। আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমরা অনেক দিন ধরেই ওই জায়গাতে অভাব অনুভব করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads