• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফিরলেন সৈকত, বাদ তাসকিন

স্কোয়াডে ফিরেছেন সৈকত, বাদ পড়েছেন তাসকিন

সংরক্ষিত ছবি

ক্রিকেট

ফিরলেন সৈকত, বাদ তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২১ মে ২০১৮

জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, পেসার তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ সিরিজ ছিল শ্রীলঙ্কায় নিদাহাস টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ হয়েছিল রানার্স আপ। ওই সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ইমরুল ও সোহান। দুজনে একটি ম্যাচও খেলতে পারেননি। আফগানদের বিরুদ্ধে সিরিজে তাসকিনের খেলা হচ্ছে না ইনজুরির কারণে। তবে পারফরম্যান্স আহামরি না হলেও দলে টিকে গেছেন ওপেনার সৌম্য সরকার।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের অন্তর্ভুক্তির কারণ হিসেবে মিরপুরে গতকাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে। কারণ মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ আছে আমাদের। এখন পর্যন্ত যতখানি আছে, শতভাগ ফিট নয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। সেই কারণে মিরাজের ব্যাকআপ হিসেবে মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে।’ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক শেষ টি-টোয়েন্টি খেলেছেন বছরখানেক আগে (গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয়)।

সৌম্যের দলে থাকা প্রসঙ্গে নান্নুর মূল্যায়ন, ‘টি-টোয়েন্টিতে আমরা যত খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, তার কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল। কোর্টনির সঙ্গে আমাদের কথা হয় সব সময়ই। যেহেতু ও নিদাহাস ট্রফিতে ছিল, যার কারণে ওর সাজেশনটাও আমরা নিয়েছি।’

কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। এবার চোটের কারণে আফগান সিরিজেও নেই পেসার তাসকিন আহমেদ। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ও কিন্তু নিদাহাস ট্রফিতে গিয়েই ইনজুরিতে পড়েছিল। তবে এই ইনজুরিটা বেশ আগের। রিহ্যাব প্রক্রিয়াতে থেকে ইনজুরি কাটানোর চেষ্টা করছে তাসকিন। আমার বিশ্বাস হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবে।’

আফগান সিরিজে বাংলাদেশ দলে নতুন কোনো মুখ নেই। প্রধান নির্বাচক বলেন, ‘এই জায়গাতে আমরা ওই চিন্তা-ভাবনায় যাইনি। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। এ কারণেই আমাদের সেরা দলটা পাঠানোর চিন্তা-ভাবনা করেছি। কেননা সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। ওখানেও টি-টোয়েন্টি আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে। নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টি দল আমরা অনেকটাই পেয়ে গেছি। এই ফরম্যাটে আমরা বুঝতে পেরেছি কোথায় আমাদের শক্তির জায়গাগুলো। যার কারণে খুব বেশি পরিবর্তনে যাইনি আমরা।’

দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ১ জুন খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

স্ট্যান্ডবাই : নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, নাঈম হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads