• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘এগিয়ে থাকবে বাংলাদেশই’

আরিফুল হক

সংরক্ষিত ছবি

ক্রিকেট

‘এগিয়ে থাকবে বাংলাদেশই’

বাংলাদেশ- আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩ জুন থেকে। তার আগে ১ জুন হবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৯ মে দেরাদুনের উদ্দেশে দেশ ছাড়বে টাইগার শিবির। এ লক্ষ্যে মুশফিক-রিয়াদদের প্রস্তুতি চলছে পুরোদমে মিরপুরে। দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজে কারা এগিয়ে থাকবে। র্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে আফগান শিবির। আবার তাদের রয়েছে তারকা লেগ স্পিনার রশিদ খান। আছেন মুজিবুরও। তবে কোনোকিছুতেই ভীত নন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার আরিফুল হক। রশিদ কিংবা মুজিবুরে মোটেও আতঙ্কিত হচ্ছেন না তিনি। বরং সব দিক থেকেই দেরাদুনে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন আরিফুল।

জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আরিফুলের। টেস্ট বা ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি। দেরাদুনে একাদশে সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয় ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের। গতকাল মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুরুটা শৈশব দিয়েই করলেন আরিফুল, ‘ছোটবেলা থেকে লক্ষ্য ছিল জাতীয় দলে খেলব- সেটা অলরাউন্ডার বা ব্যাটসম্যান হিসেবে নয়। লক্ষ্যটা ছিল খেলব। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। সময় লাগবে। আমাদের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ম্যাচের একটা পার্থক্য আছে। যে প্ল্যান আছে সে অনুযায়ী কাজ করছি।’

আইপিএলের সঙ্গে আমাদের ক্রিকেটের পার্থক্য প্রসঙ্গে আরিফুল তুলে আনলেন উইকেট প্রসঙ্গ, ‘আমাদের ঘাটতি উইকেটে। আইপিএলে উইকেট অনেক ভালো। ২০০, ২১০, ২২০ রান উঠছে। আমাদের ঘরোয়া ক্রিকেটে দেখেন ২০০ রান হয় না। আমরা তাড়াই করি ১৫০- এ রকম। ওরা ২০০ রান তাড়া করতে অভ্যস্ত। বিগ শটের জন্য ভালো উইকেট দরকার।’

টি-টোয়েন্টিতে পাওয়ার হিটার ব্যাটসম্যান দরকার। কিন্তু বাংলাদেশ দলে সেই হিসেবে খুবই কম। আরিফুল বলেন, ‘আমাদের পাওয়ার হিটার একটু কম। ধীরে ধীরে বের হচ্ছে। অনুশীলনের সুযোগ-সুবিধা জাতীয় দলের বাইরে এতটা পাওয়া যায় না। যখন পাব না তখন আত্মবিশ্বাস কমে যাবে, পারফরম্যান্সও ভালো হবে না। প্র্যাকটিস সুবিধা বাড়ালে আমার মনে হয় ওই সামর্থ্য আছে।’

দেরাদুনের উইকেট আরিফুলকে আগাম স্বস্তি দিচ্ছে, ‘যতটুকু শুনেছি দেরাদুনে উইকেটে ঘাস থাকতে পারে। উইকেট অনেক ভালো। ব্যাটসম্যানরা ভালো করতে পারে। এটা মনে করে যদি আমাকে একাদশে সুযোগ দেয় চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

আফগান বোলার রশিদ-মুজিবুর সম্পর্কে থোড়াইকেয়ার আরিফুলের, ‘লেগ স্পিন যে আগে খেলিনি তা নয়। উইকেট মনে হয় সুন্দর হবে। মনে হয় না রশিদ-মুজিবুর খুব একটা কার্যকর হবে। আমরা অনেক ভারসাম্যপূর্ণ দল। ওদের দলটা ততটা নয়। ওদের বোলিং বিভাগ যতটা শক্তিশালী, ব্যাটিং হয়তো ততটা নয়। আমরা আমাদেরই এগিয়ে রাখব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads