• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
তামিমের ‘রশিদ’ উপলব্ধি

গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে তামিম ইকবাল

বাংলাদেশের খবর

ক্রিকেট

তামিমের ‘রশিদ’ উপলব্ধি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

জুনের প্রথম সপ্তাহে দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ইদানিং আফগানিস্তানের প্রসঙ্গ উঠে এলেই অনুমিতভাবে আসছেন রশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে নিয়ে তুলনামূলক একটু বেশিই কথা হচ্ছে, যা মানছেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। তবে গতকাল মিরপুরে রশিদকে নিয়ে তামিমের পরামর্শ, তাকে নিয়ে কম চিন্তা করে নিজেদের নিয়ে ভাবাই ভালো।

রশিদকে নিয়ে অতি ভাবনা প্রসঙ্গে তামিম ইকবাল বলেন- ‘শুধু রশিদ নয়, কোনো কিছু নিয়েই বেশি চিন্তা করা ভালো নয়। ভালো বোলার সে অবশ্যই। হয়তো ক্যারিয়ারের সেরা বোলিং করছে এখন। সবই ঠিক আছে। কিন্তু ওকে নিয়ে চিন্তা না করে নিজেদেরকে নিয়ে ভাবাই আমাদের জন্য বেশি ভালো হবে।’

গত বিপিএলে রশিদ খান খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যে দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। ফলে রশিদকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে তামিমের। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ওর কুইক আর্ম অ্যাকশনটাই সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য। ছয় মাস আগেও ওর অ্যাকুরেসি এত ভালো ছিল না। তবে এখন উন্নতি করেছে, খুব অ্যাকুরেট। আর সাফল্যও পাচ্ছে। বিশ্বের সেরা সব ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছে। খুব ভালো বোলিং করছে। কিন্তু এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা যদি নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারি, কেন নয়! আর আমি এমন নই যে, একজনের প্রতিই মনোযোগ দেব। কারণ ওদের দলে আরো ভালো ভালো ক্রিকেটার আছে। অনেক ভালো ভালো বোলার আছে। শুধু একজনের দিকেই মন দেওয়া মানে আগে থেকেই নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া। সন্দেহ নেই, এই মুহূর্তে সে হয়তো বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। তবে আমরা এ রকম অনেক চ্যালেঞ্জ জিতে অনেক ভালো খেলেছি। এবারো আশা করব যে এমনটিই হবে।’

আফগান সিরিজে ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তামিম বলেন, ‘ছয় ওভারের মধ্যে আউট হয়ে গেলে ব্যাপার ভিন্ন। ওপেনারদের এই ঝুঁকি নিতেই হবে। কিন্তু যদি সেটা পার করে দিতে পারি, তাহলে আমার লক্ষ্য থাকবে লম্বা ইনিংস খেলা। ছয়ের পর থেকে ১৫ ওভারের সময়টুকুই টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওখানে যদি আমরা বেশি উইকেট না হারাই এবং একজন যদি লম্বা ইনিংস খেলতে পারে, সেটিই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমি ওরকম করতে পারলে দারুণ হবে।’

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরতে পেরে খুশি তামিম ইকবাল। তিনি বলেন, ‘অবশ্যই খুব রোমাঞ্চিত। প্রায় দুই মাস আমি পুনর্বাসনে ছিলাম। যে ইনজুরি ছিল, আশা করি ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছি। ফিজিও বলেন বা ট্রেনার, আমার যতটুকু স্ট্রেংথ দরকার ছিল, তার চেয়ে বেশিই করেছি। ফিটনেসের দিক থেকেও আগের চেয়ে ভালো অবস্থায় আছি।’

আগামী ৩১ মে লর্ডসে প্রীতি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবেন তামিম। ম্যাচটি ঘিরে তামিম বেশ উচ্ছ্বসিত। মনের মধ্যে কাজ করছে রোমাঞ্চও। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘রোমাঞ্চ অবশ্যই আছে। এ রকম একটি খেলায় অংশ নেওয়াই অনেক বড় ব্যাপার। তবে আশা থাকবে শুধু অংশগ্রহণই নয়, ভালো খেলারও। তার চেয়ে বড় কথা, একটি ভালো উদ্যোগে শামিল হতে যাচ্ছি। আশা করব, যে কারণে এই আয়োজন, তা যেন সফল হয়। ক্যারিবিয়ানের যে মাঠগুলো হারিকেনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ম্যাচের মাধ্যমে আমরা যেন যথেষ্ট তহবিল সংগ্রহ করে মাঠগুলোকে সাহায্য করতে পারি।’

লর্ডসের সুখস্মৃতি নিয়ে তামিম বলেন, ‘লর্ডসে যদি ভালো স্মৃতি নাও থাকত, তবু ভালো লাগত। কারণ লর্ডসে খুব বেশি খেলা হয় না আমাদের। অনেক দিন পর খেলব, সে কারণেই অবশ্য রোমাঞ্চিত। তবে সব মিলিয়ে বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করাই অনেক বড় ব্যাপার আমার কাছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads