• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আফগানদের এগিয়ে রাখছেন সাকিব

সাকিব আল হাসান

সংরক্ষিত ছবি

ক্রিকেট

আফগানদের এগিয়ে রাখছেন সাকিব

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

আফগান সিরিজের আগে সর্বোচ্চ আলোচিত নাম রশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে নিয়ে আগ্রহের কমতি নেই। অনুশীলন শেষে টাইগার শিবিরের কেউ সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এলেই একটা পর্বে থাকছে রশিদ খান। মিরপুরে বিসিবি কর্তাব্যক্তিরা কথা বললে তাতেও মিশে থাকছে রশিদ। এই রশিদ অধ্যায় থেকে ছাড় পেলেন না আইপিএল খেলে গতকাল দেশে ফেরা সাকিব আল হাসানও। তবে রশিদকে নিয়ে তার জবাবগুলো বেশ মজারই। কারণ সাকিবের কথা বরাবরই রসকষহীন। তার মতে, আপনারা (সাংবাদিক) প্রশ্ন করেন বলেই কথা হয়। প্লেয়াররা উত্তর দেয়। আমি উত্তর দিলাম না, আলোচনাও হলো না।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার সাকিব আল হাসান খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবারই প্রথম আইপিএলে কোনো দলের হয়ে সবগুলো ম্যাচ (শুরু থেকে ১৭ ম্যাচ) খেলেছেন তিনি। ব্যাট-বল হাতে সময়টা ভালোই কেটেছে তার। যদিও ফাইনালে উঠেও শিরোপায় চুমু আঁকা হয়নি। তাতে অবশ্য আক্ষেপ নেই সাকিবের। তার দৃষ্টি এখন দেরাদুনে আফগান সিরিজের দিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল ১০টায় ঢাকা ছাড়বে টাইগার শিবির। এই সিরিজে আফগানদেরই এগিয়ে রাখছেন সাকিব আল হাসান।

গতকাল সোমবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান সাকিব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। আইপিএল কেমন কাটল- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ভালোই। হয়তো আরেকটু ভালো হতে পারত। তবে সব মিলিয়ে সন্তুষ্ট, যে রেজাল্ট হয়েছে টিমের। ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। কিন্তু একটা অতৃপ্তি আছে, সেটা হলো প্রতি ম্যাচেই ভালো শুরুর পরেও স্কোরটা বড় করতে পারিনি।’

আইপিএলের অভিজ্ঞতা ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে কেমন কাজে লাগবে। সাকিব বলেন, ‘একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। ফলে অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনো ম্যাচ হয়নি। তারপরও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরনের উইকেট থাকে ওই ধরনেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে।’

এরপরই যথারীতি আলোচিত ইস্যু আফগান স্পিনার রশিদ খান। যিনি বল হাতে বেশ চমক দেখিয়েছেন সাকিবের সঙ্গেই হায়দরাবাদের হয়ে। রশিদ খানকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এমন প্রসঙ্গে সাকিব বলেন, ‘কারা আলোচনা করে? প্রশ্ন আপনারা করলে প্লেয়াররা উত্তর দিচ্ছে? নাকি প্লেয়াররা আলোচনা করছে? যা হোক, ঠিক আছে। আন্তর্জাতিক ক্রিকেটে যারা খেলে সবাই ভালো বোলার। কেউ ভালো বল করবে, কেউ খারাপ করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে সেটাই নিয়ম।’

আফগান সিরিজে ফেবারিট কে বাংলাদেশ না আফগানিস্তান? সাকিবের মতে, ক্রিকেটের এই সংস্করণে ফেবারিট তত্ত্ব অকার্যকর। তার মতে, ‘আসলে টি-টোয়েন্টিতে ফেবারিট বা অফেবারিট এই ধরনের কোনো তকমা থাকে না। যেকোনো দল যেকোনো সময় যেকাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে, সুতরাং বলব ওরাই ফেবারিট।’

শেষ প্রশ্নটাও আবার রশিদ খানকে নিয়ে। তারকা এই লেগ স্পিনারকে নিয়ে কোনো আলাদা পরিকল্পনা আছে কি না। যেহেতু আলোচনা হচ্ছে বেশি। সাকিবের জবাব এবার তীরের চেয়েও তীক্ষ, ‘প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিলাম না, আলোচনাও হলো না।’

দেড় মাসেরও বেশি সময় আইপিএলে ছিলেন সাকিব। বিশ্রামের ফুরসত নেই। গতকাল এসেছেন। আজই অধিনায়ক হিসেবে দল-বল নিয়ে রওনা দেবেন দেরাদুনের উদ্দেশে। ১ জুন একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল লড়াই শুরু এর দুই দিন পর। ৩ জুন প্রথম টি-টোয়েন্টি। ৫ ও ৭ জুন হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে দেরাদুনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads