• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভারত গেল বাংলাদেশ দল

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে মুশফিক-মাহমুদউল্লারা

বাংলাদেশের খবর

ক্রিকেট

ভারত গেল বাংলাদেশ দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

regular_2390_news_1527618370

বাংলাদেশের অনেক পরে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখায়। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আফগানরা পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে দলটি বাংলাদেশের তুলনায় এগিয়ে। বিশ্ব টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আট নম্বরে রয়েছে আফগানিস্তান। আর বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। সেই এগিয়ে থাকা দলটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল মঙ্গলবার ভারতের দেরাদুনে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশের নেতৃত্বে দলের ১২ জন খেলোয়াড় ভারতের জেট এয়ারওয়েজের বিমানে করে দিল্লি থেকে কানেকটিং ফ্লাইটে দেরাদুন যায়।

ইনজুরির কারণে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। এ ছাড়া আইপিএল ফাইনাল খেলে সোমবার দেশে ফেরা সাকিবও দলের সঙ্গে যাননি। তিনি দুদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার যাবেন ভারতে। আফগানদের বিপক্ষে শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলার কথা সাকিবের। তামিম ইকবাল বিশ্ব একাদশের হয়ে প্রীতি ম্যাচে অংশ নিতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন বলে তিনি যাননি দলের সঙ্গে। আগামী ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলবেন তিনি। পরদিন ১ জুন দলের সঙ্গে যোগ দেবেন দেশসেরা এই ওপেনার।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ক্রিকেটারই কথা বলেননি। যদিও আফগানিস্তান সিরিজে তামিম-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ জয়ের অভিন্ন লক্ষ্যের কথা আলাদা আলাদাভাবে আগেই বলেছেন, নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন।

দেরাদুনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আগে ৩০ ও ৩১ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। ১ জুন স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরপর আগামী ৩, ৫ ও ৭ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ছিটকে গেলেন মোস্তাফিজ : পায়ের আঙুলে চোট পেয়ে অবশেষে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার সময় বাঁ পায়ের আঙুলে যে ব্যথা পেয়েছেন, তা সেরে উঠতে সময় লাগবে তিন সপ্তাহ। ফলে অবধারিতভাবেই আসন্ন এই সিরিজে বল হাতে আফগান বধে মাঠে নামতে পারবেন না এই কাটার স্পেশালিস্ট। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘এই সিরিজে ও খেলতে পারছে না। বল লেগে ওর বাঁ পায়ের আঙুলে চিড় ধরেছে।’ মোস্তাফিজের ছিটকে যাওয়ায় আফগান সিরিজে তার বদলি হিসেবে কাকে দেরাদুন পাঠানো হচ্ছে সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি নির্বাচকমণ্ডলী।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads