• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
একটাই লক্ষ্য সিরিজ জয় : সাকিব

দেশে ফিরে দুইদিন বিশ্রাম নিয়েছেন সাকিব

সংরক্ষিত ছবি

ক্রিকেট

একটাই লক্ষ্য সিরিজ জয় : সাকিব

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার ভারতের দেরাদুনে গেছে বাংলাদেশ। কিন্তু সেই দলে সঙ্গী হিসেবে ছিলেন না টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল দলের সঙ্গে যোগ দিতে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। যাওয়ার আগে গণমাধ্যমকে জানান তার একমাত্র লক্ষ্য সিরিজ জয়।

গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, ‘আমাদের একটাই লক্ষ্য- সিরিজ জয়। তবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই আমরা। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি তাহলে মোমেনটামটা আমাদের দিকে থাকবে। তখন দুই ম্যাচ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।’

আইপিএল শেষ করে করে দেশে ফিরে দুইদিন বিশ্রাম নিয়েছেন সাকিব। নতুন দল সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে না পারলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন তিনি। এদিকে টি-টোয়েন্টিতে আফগানিস্তান বেশ শক্তিশালী দল। আইসিসির র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে দেশটি। তার ওপর ভারতের দেরাদুনের অপরিচিত কন্ডিশন, অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে টাইগারদেন জন্য। তবে সেটা নিয়ে চিন্তিত নয় সাকিব আল হাসান। এর চেয়ে ইনজুরি কারণে বাদ পড়া মোস্তাফিজ না থাকাতে কিছুটা বিচলিত টাইগারদের অধিনায়ক। মোস্তাফিজের অনুপস্থিতিতে কিছুটা অসুবিধা হবে বলে মনে করছেন সাকিব। তবে এটা অন্যদের জন্য সুযোগ বলেও মনে করছেন তিনি, ‘স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। ও (মোস্তাফিজ) আমাদের দলের বেস্ট টি-টোয়েন্টি বোলার। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের, অন্য আরেকজন খেলোয়াড়ের। যার জন্য সুযোগটি হবে যে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে সেটাও তার জন্য বড় সুযোগ বলে আমি মনে করি।’

মোস্তাফিজের বদলে স্কোয়াডে ডাক পেয়েছে আবুল হাসান রাজু। শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ ৩ জুন। পরের দুটি ম্যাচ ৫ ও ৭ জুন। ভারতে অনুষ্ঠিত হলেও এটি আফগানিস্তানের হোম সিরিজ হিসেবে গণ্য হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads