• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঘুরে দাঁড়াতে পারবে আজ সাকিবরা?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি টিম

সংরক্ষিত ছবি

ক্রিকেট

ঘুরে দাঁড়াতে পারবে আজ সাকিবরা?

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ড্রেসিংরুমে সমবেত কণ্ঠে ‘অপরাধী’ গানটি গেয়েছিলেন সাকিবরা। যা সামাজিক মিডিয়াতে হয়েছিল ভাইরাল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর অপরাধের কাঠগড়ায় টাইগার শিবির। প্রশ্নের মুখে সাকিবের ক্যাপ্টেন্সি। দেরাদুনে আফগানদের সঙ্গে ৪৫ রানের হার মানতে পারছেন না অনেকে। অনেকের যুক্তি, হারলেও বাংলাদেশ লড়াইটুকুও করতে পারেনি।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়। সিরিজ জয়ে পাখির চোখ করে আছে আফগান শিবির। আজকের ম্যাচ জিতলেই রেকর্ড চারটি অ্যাওয়ে টি-টোয়েন্টি দ্বিপক্ষীয় সিরিজ জিতবে আসগর স্টানিকজাই শিবির। প্রতিটি সিরিজই টেস্ট স্ট্যাটাস পাওয়া দলের সঙ্গে। পারবে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়ে ব্যবধানটা ১-১ করতে?

লেগ স্পিনার রশিদ জুজু এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মাত্র তিন ওভার বোলিং করেছিলেন তিনি প্রথম ম্যাচে। ১৩ রানে তিন উইকেট শিকার। ম্যাচসেরাও তিনি। রশিদের সঙ্গে দুই অফ স্পিনার মুজিবুর ও নবিও ছিলেন দুর্দান্ত। শেষটায় ছিল পেসার শাপুর জাদরানের স্টাম্প-ভাঙা আগুনমুখো বোলিং। সব মিলিয়ে নাকাল বাংলাদেশ। পুরো ২০ ওভারও খেলতে পারেনি সাকিবরা। লক্ষ্য ছোঁয়া দূরে থাক।

বাংলাদেশ স্কোয়াডে আজ পরিবর্তন আসতে পারে দুটি জায়গায়। প্রথম ম্যাচে ছিলেন না সৌম্য সরকার। মোসাদ্দেকের জায়গায় ফিরতে পারেন তিনি। স্পিন কন্ডিশন ভেবেই বাদ পড়তে পারেন পেসার আবুল হাসান রাজু। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে স্পিনার মেহেদী হাসান মিরাজকে।

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে আজ জয়ের মানসেই মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই, জয় দিয়ে সিরিজে ফেরা। এমন ম্যাচে স্বভাবতই চাপে থাকবেন বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে আজই দারুণ এক রেকর্ড গড়তে পারেন তিনি। যার জন্য দরকার মাত্র একটি উইকেট। আর তা হলেই বিশ্বে তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান ৫০০ উইকেটের মালিক হবেন সাকিব। এমন কৃতিত্ব আছে শুধু পাকিস্তানের আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। 

বাংলাদেশ (সম্ভাব্য) একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সৌম্য সরকার/মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ/আবুল হাসান, আবু জায়েদ, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads