• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ

ছবি : বিসিবি

ক্রিকেট

আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

দারুণ ফিনিশিংয়ে জিতল আফগানিস্তান। প্রথম দুই ম্যাচেই জিতে নিল সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানদের সিরিজ জয় এটিই প্রথম।

দেরাদুনে রাজীব গান্ধী স্টেডিয়ামে মঙ্গলবার মাঝপথে পথ হারানো বাংলাদেশের ইনিংস থমকে যায় ১৩৪ রানে। আফগানরা জিতেছে ৭ বল বাকি রেখে। আবারো ম্যাচের নায়ক রশিদ খান।

শেষটুকু বাদ দিলে ম্যাচে বাংলাদেশের মূল আক্ষেপ অবশ্যই ব্যাটিং। বাংলাদেশের ইনিংসটাকে আলাদা করা যায় তিনটি ধাপে। প্রথম ধাপের ১০ ওভার ছিল দারুণ।

রশিদকে সামলাতে দুই বাঁহাতি সাকিব ও সৌম্যকে ছয়-সাত নম্বরে রেখেছিল বাংলাদেশ। দুজনই আউট হন রশিদের বলে। এক প্রান্ত আগলে রাখা তামিমও করতে পারছিলেন না ঠিকঠাক টাইমিং। হাঁসফাঁস করতে করতেই শেষ পর্যন্ত রশিদকে স্লগ করতে গিয়ে বোল্ড হয়েছেন ৪৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮ (লিটন ১, তামিম ৪৩, সাব্বির ১৩, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ১৪, সাকিব ৩, সৌম্য ৩, মোসাদ্দেক ০, আবু হায়দার ২১*, নাজমুল ৬*; মুজিব ০/১৫, শাপুর ১/৪২, নবি ২/১৯, করিম ১/৪০, রশিদ ৪/১২)

আফগানিস্তান: ১৮.৫ ওভারে ১৩৫/৪ (শাহজাদ ২৪, গনি ২১, শেনওয়রি ৪৯, স্টানিকজাই ৪, নবি ৩১*, শফিকউল্লাহ ০*; নাজমুল অপু ০/১৪, সাকিব ০/৩৭, রুবেল ১/৩৮, আবু হায়দার ১/১৪, মাহমুদউল্লাহ ০/৯, মোসাদ্দেক ২/২১)। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads