• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাংলাদেশের মেয়েদের ভারত জয়

জয়ের পর উল্লাস করছে বাংলাদেশের মেয়েরা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বাংলাদেশের মেয়েদের ভারত জয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

মেয়েদের এশিয়া কাপে জয়ের ধারা বজায় রাখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের পর এবার ভারতকে ধরাশায়ী করেছে সালমা খাতুনরা।এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

মেয়েদের এশিয়া কাপের ছয় আসরের সবকটির চ্যাম্পিয়ন ভারত। এবারও ফেবারিট দল তারা। গত বছর ওয়ানডে বিশ্বকাপে হয়েছে রানার্স আপ। সেই পরাক্রমশালী ভারতকে অভাবনীয় ভাবে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। রুমানা আহমেদের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স ও ফারজানার দারুণ ব্যাটিংয়ে মেয়েদের ক্রিকেটের পথচলায় বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় এক জয়। চতুর্থ উইকেটে ফারজানা ও রুমানার অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ভারতের দেওয়া ১৪২ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় বাংলাদেশ।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা হার দিয়ে হলেও তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে হেরে পরের ম্যাচেই বর্তমান রানার্সআপ পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এবার হারাল চ্যাম্পিয়ন ভারতকে। ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল সালমারা।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের সামনে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ৬ ওভারের মধ্যে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার আয়েশা রহমান ও শামিমা সুলতানা। নিগার সুলতানাও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। অষ্টম ওভারে তিনিও ধরেছিলেন সাজঘরের পথ। তখন স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৪৯ রান। হারের আশঙ্কাই হয়তো চেপে বসেছিল বাংলাদেশ সমর্থকদের মনে। তবে এরপর শক্ত হাতে দলের হাল ধরেন ফারজানা হক ও রুমানা আহমেদ। চতুর্থ উইকেটে তাঁরা গড়েন ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি। এরপর আর কোনো উইকেটও হারাতে হয়নি বাংলাদেশকে। তাঁদের ব্যাটে ভর করেই বাংলাদেশ পৌঁছে গেছে জয়ের বন্দরে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৪১/৭ (মিতালি ১৫, স্মৃতি ২, পূজা ২০, হারমানপ্রিত ৪২, দিপ্তি ৩২, মোনা ১৪*, অনুজা ১, ঝুলন ৪, তানিয়া ১*; জাহানারা ০/৩৪, সালমা ১/২১, নাহিদা ০/২১, খাদিজা ০/২৪, ফাহিমা ০/১৬, রুমানা ৩/২১)।
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪২/৩ (শামিমা ৩৩, আয়েশা ১২, ফারজানা ৫২*, নিগার ১, রুমানা ৪২*; ঝুলন ০/২৬, পূজা ১/২১ অনুজা ০/১৭, রাজেশ্বরি ১/২৬, পুনম ১/২১, হারমানপ্রিত ০/১১, দিপ্তি ০/২১)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রুমানা আহমেদ

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads