• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

পাওয়ার প্লেতে উইকেট পায়নি সাকিবরা

সংগৃহীত ছবি

ক্রিকেট

পাওয়ার প্লেতে উইকেট পায়নি সাকিবরা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

টানা দুই ম্যাচে হার। সিরিজও হাতছাড়া। বাকি ছিল হোয়াইট ওয়াশ। সেই লজ্জা থেকে বাঁচতে বৃহস্পতিবার মাঠে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে প্রথম দুই ম্যাচে টস জিতলেও শেষ টি-টোয়েন্টিতে হেরে যায়। তাদের প্রথমে ফিল্ডিংয়ে পাঠায় আফগানরা। তবে পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট শিকার করতে পারেননি সাকিবরা।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচেই দাপট দেখায় স্পিনাররা। যদিও বল হাতে সাকিব ব্যর্থ ছিলেন। এ দিন উদ্বোধনী ওভারে মেহেদি হাসানের হাতে বল তুলে দেন। তবে লাভ হয়নি। প্রথম ওভারেই দেন ১৮ রান। মোহাম্মদ শাহজাদ একাই নেন ১৬ রান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে দুটি মেডেন নেন নাজমুল ইসলাম। এদিন দ্বিতীয় ওভারে বল নিয়ে আসেন তিনি। মাত্র দুই রান দিয়ে আশা জাগান। তবে ষষ্ঠ ওভারে দেন ৮ রান। তৃতীয় ওভারে ৬ রান দেওয়া সাকিব পঞ্চম ওভারে দেন ১ রান। পেসার আবু হায়দারও পাওয়ার প্লেতে বল করেন। তবে কেউই উইকেট শিকার করতে পারেননি। ছয় ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪৩ রান। মোহাম্মদ শাহজাদ ২১ ও উসমান গনি ১২ রান নিয়ে ব্যাট করেন।

সাকিবদের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করে। লক্ষ্যে ব্যাট করেও জিততে পারেনি। এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায়। হারে ৪৫ রানে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে। তবে বড় স্কোর করতে পারেনি। বোলিংয়েও কোনো জাদু দেখাতে পারেনি। সাত বল হাতে থাকতেই ছয় উইকেটে জয় পায় আফগানিস্তান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads