• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘আত্মবিশ্বাস ছিল পারব, পেরেছি’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন

সংরক্ষিত ছবি

ক্রিকেট

‘আত্মবিশ্বাস ছিল পারব, পেরেছি’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

‘ক্রিকেট’। এক সুতোয় বেঁধে রেখেছে ১৬ কোটি বাঙালিকে। তেমনই ক্রিকেট অনেক কিছুই দিয়েছে বাংলাদেশকে। বিশ্বব্যাপী পরিচিতি, এশিয়ান গেমসের সোনা। কিন্তু বার বার একটি অতৃপ্তি রেখেছিলেন মাশরাফি-সাকিবরা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ ছিল সবার।

ছেলেদের সেই অতৃপ্তি ঘোচালেন মেয়েরা। সালমা-রোমানাদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ। তাও আবার শক্তিশালী ভারতকে হারিয়ে সপ্তম এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব জিতে নেয় টিম টাইগ্রেসেস।

এমন অবিস্মরণীয় অর্জনের পর বাংলাদেশের ক্রিকেটে প্রথম শিরোপাজয়ী অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে গেছে সালমা খাতুনের। তাই তার আনন্দটা একটু বেশি, ‘অনেক খুশি লাগছে যে প্রথমবারের মতো আমরা এশিয়া কাপ জিতেছি। এটা আসলে বলে বোঝাতে পারব না। এটা কতটা বড় পাওয়া আমাদের আজকের (রোববার) দিনটি।’

ম্যাচ শেষে সালমা আরো জানান আত্মবিশ্বাসের কথা, ‘আত্মবিশ্বাস ছিল। ভারতের বিপক্ষে লিগ ম্যাচটা আমরা জিতেছিলাম। আজকে (গতকালের) ফাইনাল ম্যাচে আমাদের টার্গেট ছিল ভালো কিচু করব। আমাদের হারানোর কিছুই ছিল না। কিন্তু ওদের হারানোর অনেক কিছু ছিল। আমাদের পাওয়ার অনেক কিছু ছিল, যা আমরা পেয়েছি।’

ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মেয়েদের ক্রিকেটে এটা মহৎ অর্জন।’ বিসিবির কর্মকর্তা আরো বলেন, ‘সামনে মেয়েদের আরো ভালো খেলতে এই সাফল্য অনেক বেশি অনুপ্রাণিত করবে। মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। আসলে সেভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে মহিলা ক্রিকেটের জন্য।’

কিন্তু এই অর্জনের পর মেয়েদের সুযোগ-সুবিধা বাড়বে তো, এই প্রশ্নের জবাবে সিইও বলেন, ‘আমরা (বিসিবি) আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মেয়েদের জন্য ভারত থেকে কোচ এসেছেন। ওদের কোচিং স্টাফও সমৃদ্ধ। সব মিলিয়ে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।’

বাংলাদেশের নারী ক্রিকেটাররা ইতিহাস গড়বে, আর সেই ইতিহাসের সাক্ষী হতেই ড্রেসিংরুমের টিভি সেটের সামনে অপেক্ষা করছিল মাশরাফি-তামিমসহ বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের বিজয়ী মুহূর্তে ড্রেসিং রুমের ভিডিওটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন তামিম ইকবাল। ভিডিওতে দেখা যায়, সালমাদের জয়ের উল্লাস করছেন মাশরাফিসহ অনেকে। ইতিহাস গড়া জয়ের পর নিজেদের ফেসবুক পেজে সালমা-রোমানাদের অভিনন্দন জানান মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমসহ বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads