• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বোলিংয়েও ব্যর্থ বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সংরক্ষিত ছবি

ক্রিকেট

বোলিংয়েও ব্যর্থ বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ব্যাটিংয়ের পর বল হাতেও ব্যর্থ বাংলাদেশ। কেমার রোচদের বোলিং তোপে ক্রিজে টিকে থাকতে পারেননি সাকিবরা। তাদের কাছে যেটা বোলিং পিচ ছিল সেটি যেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং পিচ। বাংলাদেশের বোলারদের সামনে দাপট দেখিয়ে সেঞ্চুরি করেন ওপেনার ক্রেইগ ব্রাফেট। তাতে বড় স্কোরের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ ৩৬৭ রান।

গতকাল বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ২০১ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ছিল আট উইকেট। এ দিন ৮৮ রান নিয়ে মাঠে নামা ব্রাফেট ১০৯ রান নিয়ে ব্যাট করেন। তার সঙ্গে ১৯ রান নিয়ে ক্রিজে আছেন ১ রান নিয়ে খেলা শুরু করা দেবেন্দ্র বিশু।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৩ রানে, যা টেস্ট ইতিহাসে তাদের সর্বনিম্ন ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। পিচে হালকা ঘাস থাকায় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যে সুবিধা আদায় করে, সেটি করতে ব্যর্থ হয় বাংলাদেশের বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় ১১৩ রানে। ৫৮ রান করে মাঠ থেকে বিদায় নেন ডেভন স্মিথ। আবু জায়েদের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ আউট হন তিনি। দলীয় ১৯৪ রানে বিদায় নেন ওয়ানডাউনে মাঠে নামা কিরন পাওয়েল। মাহমুদউল্লাহর বলে লিটন দাসের তালুবন্দি হওয়ার আগে করেন ৪৮ রান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads