• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মধ্যরাতে ঢাকা ছেড়েছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

সংরক্ষিত ছবি

ক্রিকেট

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৮

বেশ কিছুদিন ধরেই অসুস্থ মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে কথা বলেন বোর্ড সভাপতি নাজুমল হাসান পাপনের সঙ্গে। মানবিক দিক বিবেচনা করে মাশরাফিকে ছুটি দেওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু সবশেষ খবর মাশরাফির স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মধ্যরাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘স্ত্রী সুমির নতুন করে কোনো শারীরিক জটিলতা দেখা না দেওয়ায় গতকাল সোমবার মধ্যরাতের ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা করেছেন মাশরাফি।’

প্রায় দুই সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছেন মাশরাফির স্ত্রী সুমি। জ্বরের কারণও বেরিয়ে আসে রক্ত পরীক্ষায়। এক ধরনের ব্যাকটেরিয়া ধরা পড়েছে সুমির রক্তে। সেই ব্যাকটেরিয়া প্রতিরোধ তথা জ্বর নিবারণে ১০টি ইনজেকশন পুশ করার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রেখে সেই ইনজেকশন দেওয়া হয়।

গত বুধবার রাতে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয় মাশরাফির স্ত্রীকে। আজ পর্যন্ত বাকি ইনজেকশন বাসায়ই দেওয়া হবে। এখন পর্যন্ত তার স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার ব্যাপারে মনস্থির করেছেন মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ধুঁকছে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস হারের লজ্জার পর দ্বিতীয় টেস্টেও ছন্নছাড়া সাকিবদের দল। এরই মধ্যে ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানসহ ৬ ক্রিকেটার। গত শুক্রবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ গেছেন নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর শনিবার সকালে রওনা দিয়েছিলেন এনামুল হক ও মোস্তাফিজুর রহমান।

এর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। টাইগারদের হোয়াইটওয়াশ করেন ক্যারিবীয়রা। আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১৯ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দেওয়ায় ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মাশরাফি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads