• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রস্তুতি ম্যাচেও সতর্ক দৃষ্টি

টেস্ট সিরিজ শেষে একদিন বিশ্রাম নিয়ে নবউদ্যমে অনুশীলন শুরু করেন সাকিবরা

সংরক্ষিত ছবি

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচেও সতর্ক দৃষ্টি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

বাংলাদেশের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা একদম ভালো হয়নি। দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা বিশাল ব্যবধানে হেরে। টেস্টের ব্যর্থতা ভুলে এবার নিজেদের প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চান সাকিব-মুশফিকরা। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের হাতে আরো তিন দিন সময় আছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলরস একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

স্বাগতিকদের বিপক্ষে ২২, ২৫ ও ২৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

চ্যালেঞ্জ জয় করার যে ক্ষমতা আছে, মাশরাফির দল তা বার বার প্রমাণ করেছে। ওয়ানডের নেতৃত্বে মাশরাফি বলেই নতুন শুরুর প্রত্যাশা ক্রিকেটেভক্তদের মনে। পুরনোদের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন এনামুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এছাড়া মাশরাফি গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন।

টেস্ট সিরিজ শেষে একদিন বিশ্রাম নিয়ে নবউদ্যমে অনুশীলন শুরু করেন সাকিবরা। নতুন কোচ স্টিভ রোডস ও ফিল্ডিং কোচ রায়ান কুক ক্রিকেটারদের নিয়ে ঘাম ঝরিয়েছেন।

নতুন ফিল্ডিং কোচ তার শিষ্যদের নিয়ে আলাদা একটা সেশনই করেছেন। মুশফিক-তামিম নেটে বেশ মনোযোগের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন। সব মিলিয়ে টেস্ট সিরিজের ভয়ানক অভিজ্ঞতা ভুলে যেতে বাংলাদেশ দল বদ্ধপরিকর। প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানে লজ্জাজনকভাবে পরাজিত হয়। আর দ্বিতীয় টেস্টে সফরকারীরা পরাজিত হয় ১৬৬ রানের ব্যবধানে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান থেকে নবম স্থানে নেমে যায়। আর ওয়েস্ট ইন্ডিজ নবম থেকে অষ্টমে উঠে আসে। টেস্টের এই লজ্জা ঢাকতে চায় বাংলাদেশ ওয়ানডে সিরিজে ভালো ফল করে।

ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ আর ওয়েস্ট ইন্ডিজের ৬৯। ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০০। বাংলাদেশ সিরিজে ভালো করলে অজিদের কাছাকাছি চলে যাবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের ওপরে রয়েছে ৭৭ রেটিং পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ ভালো করলে তারা শ্রীলঙ্কার কাছে চলে যাবে। এ দুটি বিষয় নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেট অঙ্গনে জায়গা করে নেয়। এরপর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। পরে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হলে সেখানেও অংশ নিতে থাকে। এই তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে এগিয়ে আছে। বিশ্বের ছোট-বড় সব দেশের সঙ্গেই জয়ের রেকর্ড কমবেশি রয়েছে লাল-সবুজের দেশটির। তাই ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা করছেন ক্রীড়ামোদীরা। তবে সবার আগে দেখা যাক ওয়ানডের প্রস্তুতি ম্যাচে তারা কী করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads