• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ফখরের দ্বিশতকে বিশ্বরেকর্ড

পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ফখর জামান

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ফখরের দ্বিশতকে বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের উদ্বোধনী জুটির ব্যাটসম্যানরা জাদু দেখালেন। প্রথম ম্যাচে ইমাম-উল-হক ও দ্বিতীয় ম্যাচে ফখর জামান সেঞ্চুরি করেন। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে টার্গেট দেয় মাত্র ৬৮ রানের। ফলে সেঞ্চুরির করার সুযোগই পাননি। চতুর্থ ম্যাচে ফখর জামান করেন ডাবল সেঞ্চুরি। ওয়ানডের ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে এমন রেকর্ড গড়লেন তিনি। তার সঙ্গে ইমাম-উল-হকও তিন অঙ্কের ঘরের স্কোর করেন। তাতে একই দিনে জন্ম নেয় একাধিক রেকর্ডের।

রান     ২১০*

বল       ১৫৬

চার    ২৪

ছক্কা     ৫

পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ইনিংসটির মালিক ছিলেন সাঈদ আনোয়ার। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ১৯৪ রান করেন তিনি। দীর্ঘদিন পর তার রেকর্ডটি ভেঙে দিলেন ফখর জামান। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ২১০ রান নিয়ে অপরাজিত থাকেন। এই স্কোর করতে ১৫৬ বলে ২৪টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

ফখর জামানের আগে আরো সাত ব্যাটসম্যান ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। ২৬৪ রান নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা। মোট তিনবার ডাবল সেঞ্চুরি করেন তিনি। বাকি দুটি ইনিংস ২০৯ ও ২০৮ রানের। অপরাজিত ২৩৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে মার্টিন গাপটিল। শেবাগ ২১৯ ও গেইল ২১৫ রান করেন। আর ২০০ রান নিয়ে এই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার।

ফখর জামানের সঙ্গে ইমাম-উল-হকও সমানতালে ব্যাট চালান। তাতে ওয়ানডের ইতিহাসে উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো ৩০০ রানের বিশ্বরেকর্ড গড়েন তারা। ইমাম-উল-হক ১১৩ রানে আউট হলে ৩০৪ রানে তাদের জুটি ভেঙে যায়। তবুও যেকোনো উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।

ওয়ান ডাউনে মাঠে নামা আসিফ আলী মাত্র ২২ বলে ৫০ রান করেন। ফলে পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৯৯ রান, যা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ ইনিংস। এতদিন তাদের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৮৫ রানের। তবে ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটির মালিক ইংল্যান্ড। ৪৮১ রান করে রেকর্ডটি ধরে রেখেছে ইংলিশরা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads