• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কী হবে সেন্ট কিটসে?

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি

ছবি: সংগৃহীত

ক্রিকেট

আজ শেষ ওয়ানডে

কী হবে সেন্ট কিটসে?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

ওয়ানডে সিরিজের শুরুটা ছিল মনের মতো। দাপুটে ঢঙে মিলেছিল স্বস্তির জয়। গায়ানা হয়ে উঠেছিল সুখস্মৃতির অংশ। কিন্তু সেই গায়ানার বাতাস আফসোস আর আহাজারিতে ভারী হবে দ্বিতীয় ওয়ানডেতে, তা কেউ ভেবেছিল? কিন্তু শেষের গল্পটা তো চরম দুঃখ আর হতাশার। তীরে এসে ডুবল তরী। হার মাত্র ৩ রানে। সিরিজ জেতার অপেক্ষাটা বাড়ল। গায়ানা থেকে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। এখানেই আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচ। ফলে অনুমিতভাবে যা রূপ নিয়েছে ফাইনালে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

নিশ্চিত জয়ের আবহ অনেকবার পরাজয়ের দুঃখগাথা হিসেবে লিপিবদ্ধ রয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে দুই রানে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে এক রানে হার। যেখানে গল্পটা হতে পারত উৎসবের, কিন্তু শেষটা বিষাদের। গায়ানায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পুনরাবৃত্তি অতীত তিক্তস্মৃতির।

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে সেন্ট কিটসে। তবে ফিরে আসছে গায়ানার সুখ-দুঃখের স্মৃতি। প্রথম ম্যাচে ৪৮ রানের বীরত্বের জয়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৩ রানের অবিশ্বাস্য হার। আজ সেন্ট কিটসে যারা ভালো করবে, সিরিজের ট্রফিতে চুমু আঁকবে তারাই। বাংলাদেশ পারবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে? নাকি গেইল-লুইসদের দাপট দেখা যাবে এই মাঠে। আকারে অনেকটা ছোট সেন্ট কিটসের মাঠ, যেখানে গেইলরা হয়ে উঠতে পারেন বিধ্বংসী, যা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ।

ভুল থেকে শিক্ষাগ্রহণ কমই দেখা যাচ্ছে বাংলাদেশের বেলায়। না হলে দ্বিতীয় ম্যাচে নিঃশ্বাস দূরত্বে জয় কীভাবে অস্পর্শ হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। কিন্তু এলো ৪ রান। দুই ওভারে রানের দরকার ছিল ১৪। হতাশার বিষয় হলো শেষ দুই ওভারে আসেনি একটি বাউন্ডারিও। শেষের দিকে দুশ্চিন্তা ছিল না উইকেট নিয়ে। হাতে তখন চার উইকেট। কিন্তু শেষটা মধুর করতে পারেননি তরুণ মোসাদ্দেক ও অভিজ্ঞ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

সেন্ট কিটসে আজ সিরিজ জিততে হলে দুর্দান্ত খেলার বিকল্প নেই বাংলাদেশের। আর সেই কাজটি করতেই মুখিয়ে আছে মাশরাফি ব্রিগেড। গায়ানার শেষ ম্যাচের দুঃখস্মৃতি ভুলে সেন্ট কিটসে আলো ফোটানোর দায়িত্ব টাইগারদের। শেষ ম্যাচের জয় বদলে দেবে অনেক কিছু। সিরিজের ট্রফি করায়ত্তের পাশাপাশি মিলবে র‍্যাঙ্কিংয়ে বেশ কটি রেটিং।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads