• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজ জিতে উল্লাস বাংলাদেশ দলের

ক্রিকেট

সিরিজ জিতল বাংলাদেশ

  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

ব্যাটিংয়ে ঝড়ের পর বোলিংয়েও ছিল তেমন শাসন। সব মিলিয়ে দারুণ খেলল মাশরাফিরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনেক রকর্ডও গড়ল টাইগাররা। 
 
গায়ানায় প্রথম ওয়ানডেতে সাফল্য পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। সেন্ট কিডসে শনিবার তাই অঘোষিত ফাইনালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় মাশরাফি। ওপেনার তামিম ইকবালের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে ৩০১ রানের বিশাল সংগ্রহ গড়ে লাল-সবুজের দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষাও মিটল।

২০০৯ সালে ক্যারিবিয়ায় প্রথম সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১২ সালে দেশের মাটিতে জিতেছিল পাঁচ ম্যাচের সিরিজ।
দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এনিয়ে অষ্টম সিরিজ খেলল বাংলাদেশ। এবার মাশরাফি বিন মুর্তজার দল প্রথম ওয়ানডে জেতে ৪৮ রানে। পরের ম্যাচে ৩ রানের নাটকীয় জয়ে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।  


বাংলাদেশ: ৫০ ওভারে ৩০১/৬ (তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৬৭*, মাশরাফি ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*; কট্রেল ১/৫৯, হোল্ডার ২/৫৫, বিশু ১/৪২, পল ০/৭৭, নার্স ২/৫৩, গেইল ০/১৪)

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৩/৬ (গেইল ৭৩, লুইস ৩৩, হোপ ৬৪, হেটমায়ার ৩০, কাইরন পাওয়েল ৪, রোভম্যান পাওয়েল ৭৪*, হোল্ডার ৯, নার্স ৫*; মাশরাফি ২/৬৩, মিরাজ ১/৪৫, মুস্তাফিজ ১/৬৩, মোসাদ্দেক ১০/০, মাহমুদউল্লাহ ০/২০, রুবেল ১/৩৪, সাকিব ০/৪৫)

ফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads