• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইংল্যান্ড-ভারত সিরিজ জমবে : ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ান কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত সিরিজ জমবে : ম্যাকগ্রা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। সাবেক ক্রিকেটারদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে নানা চিন্তা-ভাবনা। ভারতের বিরুদ্ধে টেস্ট দলে ফিরেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। রুট ব্রিগেডের সেরা বোলিং অস্ত্র। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ দারুণ জমবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা।

তবে ম্যাকগ্রা বলেন, অ্যান্ডারসনকে কীভাবে সামলাবেন ভারতীয় ব্যাটসম্যানরা, তার ওপরই নির্ভর করবে তাদের সাফল্য। ম্যাকগ্রার কথায়, ‘গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অ্যান্ডারসনের ভূমিকা। ও বড় প্লেয়ার। দেখতে হবে, ইংল্যান্ডের পরিবেশে কীভাবে ওর সুইং, বোলিংয়ের মোকাবেলা করে ভারতীয় ব্যাটসম্যানরা। ওরা যদি পারে অ্যান্ডারসনের ঘাড়ে চেপে বসতে, তাহলে সেটাই গড়ে দিতে পারে বড় পার্থক্য।’‌ এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর ম্যাকগ্রা আরো বলেছেন, ‘টেস্ট সিরিজের লড়াইটা বেশ আকর্ষণীয় হতে চলেছে। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে ইংল্যান্ডে ভারতের শুরুটা ভালোই হয়েছে। ব্যাটিং লাইনআপ বরাবরই ওদের শক্তিশালী। কিন্তু শুনেছি, বুমরাসহ কয়েকজনের চোটের কথা। তাই দেখার বিষয় ভারতের বোলিং লাইনআপ কী হয়। কারা দলে আসবে ওই চাপ নিতে। তবে সম্প্রতিক ভারতীয় বোলাররা ভালো পারফর্ম করেছে। চোট-আঘাত থাকবেই। তা অল্প সমস্যায় ফেলতে পারে। কিন্তু ভারতের শক্তি হলো ওদের ব্যাটিং।’‌ এ ছাড়া ম্যাকগ্রা জানান, ভারতকে সিরিজ জিততে হলে স্পিনারদেরও জ্বলে উঠতে হবে।

প্রথম টেস্টে খেলতে পারবেন না বুমরা ও ভুবনেশ্বর। তাহলে কি ভারতের বোলিং শক্তি দুর্বল হয়ে গেল?‌ ম্যাকগ্রা তেমনই মনে করছেন। তার কথায়, ‘ভুবনেশ্বর ও বুমরা না থাকায় অনেকটা ফাঁকা জায়গা তৈরি হবে। প্রথম টেস্ট সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।’‌ চার বছর আগে ইংল্যান্ডে গিয়ে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি বিরাট কোহলি। এবার কি পারবেন সেই ছবিটা পাল্টে দিতে?‌ ম্যাকগ্রা বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, ও দক্ষ  প্লেয়ার। ইংল্যান্ড ছাড়া সব জায়গায় রান পেয়েছে। সব ধরনের শট আছে ওর হাতে। আগ্রাসী। ভয় পায় না। এবার সময় হয়েছে ওর দেখানোর, ইংল্যান্ডের পরিবেশেও ও রান করতে পারে। অস্ট্রেলিয়ার বল দ্রুত আসে। বাউন্স করে। ইংল্যান্ডে সিম মুভমেন্ট হয়। বিরাট যদি তার সঙ্গে মানিয়ে নিতে পারে, নিশ্চয়ই রান পাবে।’‌

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads