• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘পর্যাপ্ত রানের অভাবে হার’

অল-রাউন্ডার সাকিব আল হাসান

সংরক্ষিত ছবি

ক্রিকেট

‘পর্যাপ্ত রানের অভাবে হার’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

টেস্টের মতোই হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সাকিব আল হাসানের বাংলাদেশ। ৭ উইকেটে হারের পেছনে স্কোর বোর্ডে পর্যাপ্ত রানের অভাবকে সামনে আনলেন অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ মিডল অর্ডারের ছোট ছোট অবদানে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের স্কোর দাঁড় করায়। সেন্ট কিটসের উইকেটে সাকিব এই স্কোরকে জয়ের জন্য যথেষ্ট মনে করছেন না। তার মতে, ‘এ ধরনের উইকেটে ৯১ রানের লক্ষ্যটা খুব সহজ। যে ধরনের উইকেটে আমরা খেলেছি, এখানে কমপক্ষে ১৭০ রান করতে হতো। অথচ আমরা করেছি ১৪৩ রান। সেখান থেকে ঘুরে দাঁড়ানো মুশকিল।’

তবে বাংলাদেশ খারাপ বোলিং করেনি দাবি সাকিবের, ‘আমরা খারাপ বোলিং করিনি। ওদের পাওয়ার হিটারদের বিপরীতে দলের বোলাররা দারুণ বোলিং করেছে। এমন উইকেটে ওদের দলে যেমন পাওয়ার হিটার আছে, তা আমাদের দলে নেই। রাসেলের মতো ব্যাটসম্যান ৩০ বল খেলে ফেললে এ ধরনের গ্রাউন্ডে ম্যাচে ফেরা কঠিন।’

ব্যাটসম্যানদের মূল্যায়নে সাকিব বলেন, ‘১১ ওভারে ১০০ হয়েছিল, তবে তখন পাঁচটি উইকেট চলে গেছে। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। আমাদের দলে কার্লোস ব্রাথওয়েট কিংবা আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড় নেই যে তারা চিত্রটা বদলে দেবেন। ওই অবস্থায় আমাদের ম্যাচে ফেরা খুব কঠিন ছিল।’

অবশ্য নিজেদের ভুলগুলো চোখ এড়ায়নি সাকিবের। সেই ছোট ছোট ভুলগুলো নিয়ে আফসোস করেছেন সাকিব, ‘সমস্যা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। ছোটখাটো জুটি হয়ে যাওয়ার পরও আমরা জুটিগুলো বড় করতে পারিনি। পাওয়ার প্লের শেষ ওভারে আমরা দুটি উইকেট হারিয়েছি। এরপর মুশফিক ভাই ও রিয়াদ ভাইয়ের জুটিটা বড় হয়নি। সবমিলিয়ে আমরা এই ম্যাচে মোমেন্টামগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। এ কারণেই আমরা বড় স্কোর গড়তে পারিনি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads