• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাজারতম টেস্টে ইংল্যান্ডের স্মরণীয় জয়

ছবি : সংগৃহীত

ক্রিকেট

হাজারতম টেস্টে ইংল্যান্ডের স্মরণীয় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯৪ রান। দিন বাকি ছিল প্রায় দুটি। ভারতের সামনে সুবর্ণ জয়ের হাতছানি। কিন্তু নিজেদের হাজারতম টেস্টে চমক দেখাল স্বাগতিক ইংল্যান্ড। কোহলিকে ছাপিয়ে বল হাতে জয়ের নায়ক বেন স্টোকস। রোমাঞ্চ ছড়িয়ে এজবাস্টন টেস্টে ভারতকে ৩১ রানে হারিয়েছে ইংলিশ শিবির। পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। ভারতের হারে অক্ষত থাকল এই মাঠে ইংল্যান্ডের রেকর্ড। ১৭ বারের চেষ্টায়ও এখানে ইংলিশদের টেস্টে হারাতে পারল না উপমহাদেশের কোনো দল।

প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৮৭ রানে। জবাবে কোহলির সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করে ২৭৪ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট মাত্র ১৮০ রানে। যাতে ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৯৪ রান। কিন্তু এ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত অলআউট ১৬২ রানে।

চতুর্থ দিনের শুরুটাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতেরই। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৮৪ রান। বড় ভরসা ছিলেন কোহলি। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট। বড় বাধা ছিলেন কোহলি। সেই বাধা সরান স্টোকস। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং দেয়াল।

প্রথম ইনিংসে বীরোচিত ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন ভারত অধিনায়ক কোহলি। রাহানে ফেরেন মাত্র ২ রানে। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৩১ রান। কার্তিক ২০ ও অশ্বিন করেন ১৩ রান। যাদবের সঙ্গে শেষ উইকেটে টিকে ছিলেন পান্ডিয়া। শেষ উইকেটটিও নিজের করে নেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। জয়ের আনন্দে বুনো উল্লাসে মাতেন স্টোকস, সঙ্গে সতীর্থরাও।

প্রথম ইনিংসে দুটি উইকেট পাওয়া স্টোকস দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার পাননি তিনি। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট, প্রথম ইনিংসে ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের মহামূল্যবান ইনিংসে ম্যাচসেরা হয়েছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কুরান। আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads