• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আত্মবিশ্বাসী ছিল পুরো দল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

আত্মবিশ্বাসী ছিল পুরো দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। গতকাল রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচটি সাকিব-তামিমদের জন্য হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। ফ্লোরিডার লডারহিলের মাঠে সেই লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১২ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে শেষ ম্যাচকে অঘোষিত ফাইনালে রূপ দিয়েছে বাংলার দামাল ছেলেরা। আজ একই ভেন্যুতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এ ভেন্যুতে রোববার অভিষেক হয়েছে লাল-সবুজদের। কিন্তু পাওয়েল-ফ্লেচারদের জন্য এ স্টেডিয়ামটি ‘লাকি ভেন্যু’ হিসেবেই পরিচিত। প্রথমত লাকি ভেন্যু, তার ওপরে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া স্বাগতিকরা ছিল আত্মবিশ্বাসে টইটম্বুর। আকাশে ভেসে বেড়ানো দলের বিরুদ্ধে দারুণ এ জয়ের কারণ হিসেবে ‘নিজেদের আত্মবিশ্বাস’কেই মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।  

সিরিজের প্রথম ম্যাচে সেন্ট কিটসের হতাশাজনক পারফরম্যান্সকে ছাড়িয়ে ব্যাট ও বল হাতে ছন্দময় ক্রিকেট খেলেছে পুরো দল। ফ্লোরিডার এ ভেন্যুতে সাকিব ছাড়া বাংলাদেশি আর কোনো ক্রিকেটারেরই ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অপরিচিত মাঠে দুর্দান্ত খেলেছেন দলের সবাই। বাঁচা-মরার লড়াইয়ে সবাই একসঙ্গে জ্বলে উঠে ক্যারিবীয়দের চেপে ধরেন। সিরিজে ১-১-এ সমতা ফিরিয়ে আনে টাইগাররা। দলের এমন জয়ের কারণ হিসেবে সাকিব বলেন, ‘আমার মনে হয় বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাস ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারব। সেন্ট কিটসে হারের পরও নিজেদের ওপর আমার আস্থা ছিল। জানতাম, ওয়েস্ট ইন্ডিজের এই দলকে হারাতে পারব। আবু হায়দার আর অন্যরা দারুণ বল করেছে। মোস্তাফিজ খরুচে হলেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করেছি। সবচেয়ে বড় কথা, আমাদের প্রয়োজন ছিল মানসিকতার পরিবর্তন। আমরা জানি ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। আমরা কেবল চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে। তাতেই ফল এসেছে।’

যুক্তরাষ্ট্রের এই মাঠে বাংলাদেশ দলের অভিষেক ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি সমর্থক। সমর্থকদের এমন সরব উপস্থিতি ভালো খেলতে উৎসাহ জুগিয়েছে পুরো দলকে। তাই ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ দিতে ভুল করেননি সাকিব, ‘দর্শক একটা বড় ব্যাপার ছিল, আমার মনেই হয়নি দেশের বাইরে খেলছি। মনে হয়েছে যেন বাংলাদেশেই আছি। আশা করি কালও আমরা এ ধরনের সমর্থন পাব।’

৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখা তামিম ইকবাল হয়েছেন ম্যাচসেরা। সিরিজে সমতা ফেরায় শেষ ম্যাচে স্বাগতিকরা বেশ চাপে থাকবে বলে মনে করেন এই ওপেনার, ‘চাপটা অবশ্যই ওদের ওপর পড়ছে। আর এ সুযোগটাই আমরা নিতে চাই শেষ ম্যাচে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা দল। তবে নিজেদের সেরাটা দিয়ে যেকোনো দলকেই আমরা হারাতে পারি। ম্যাচ জয়ের পর আমাদের আত্মবিশ্বাসটাও বেড়েছে। তবে এই ম্যাচে জয় পাওয়া মানে এই নয় যে পরের ম্যাচটায়ও আমরা জয় পাব।’

শেষ ম্যাচ নিয়ে তামিম ইকবাল বলেন, ‘কালকে (আজ) নতুন করে শুরু করতে হবে। ম্যাচে যারা ভালো শুরু করবে তারাই জিতবে। এটা মনে করার কোনো কারণ নেই আজকে আমরা জিতে গেছি বলে কালকেও আমরা জিতে যাব। সোমবার জিততে হলে আমাদের সব কাজগুলো সঠিকভাবে করতে হবে। যাদের যে দায়িত্ব সেটা ভালো করে করতে হবে। তাহলেই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads