• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শাস্তির খড়্গ রনির কাঁধে

আবু হায়দার রনি

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

শাস্তির খড়্গ রনির কাঁধে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী বাংলাদেশ জয় পেলেও শাস্তির মুখে পড়েছেন পেসার আবু হায়দার রনি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের প্রতি তির্যক ভাষা প্রয়োগ করে আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে তাকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রনির ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিচ্ছে। একই সঙ্গে তার নামের পাশে জমা হচ্ছে এক ডিমেরিট পয়েন্ট। শাস্তির খড়্গ কাঁধে নিয়েই আজ সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন এ পেসার। সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল লাল-সবুজরা। ফ্লোরিডায় ক্যারিবিয়ানদের ১২ রানে পরাস্ত করে সিরিজে সমতা ফেরায় সাকিব আল হাসানের দল। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে আবু হায়দার রনি ৪ ওভার বল করে কোনো উইকেটের দেখা না পেলেও রান খরচ করেছেন কম। মাত্র ২৬ রান দিয়েছেন তিনি।

ঘটনাটি ম্যাচের ১৪তম ওভারে। তখন ১৭২ রানের টার্গেটে ব্যাট করছিল উইন্ডিজ, বোলিং আক্রমণে ছিলেন রনি। প্রথম বলে একটি সিঙ্গেল নেন রভম্যান পাওয়েল। দ্বিতীয় বলে আন্দ্রে ফ্লেচার ক্যাচ তুলে দিলেও ডিপ-মিড উইকেটে দাঁড়ানো আরিফুল ক্যাচটি লুফে নিতে পারেননি। তৃতীয় বলে কোনো রান দেননি রনি। পাওয়েল চতুর্থ বলটি বাউন্ডারি ছাড়া করেন। আর তাতেই নিজের রাগ চেপে রাখতে পারেননি রনি। তির্যক ভাষায় আক্রমণ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান পাওয়েলকে। সঙ্গে সঙ্গেই ফিল্ড আম্পায়ার তাকে সাবধান করেন। পরের বলে আবারো ছক্কা হাঁকান পাওয়েল। এবারো রনি অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন, যা আইসিসির ২.১.৪ আর্টিকেলের কোডবিরোধী। ম্যাচ শেষে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অভিযোগ আনেন ফিল্ড আম্পায়ার। রনি তার ভুল স্বীকার করে নেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads