• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভুল থেকে তামিমের শিক্ষা

তামিম ইকবাল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ভুল থেকে তামিমের শিক্ষা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

সেন্ট কিটসে ছিল তিক্ত অভিজ্ঞতা। ইনিংসের প্রথম বলেই আউট। গোল্ডেন ডাক। ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিং। অনুশোচনায় ভুগছিলেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। তবে বিশ্বাস ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে জ্বলে উঠবেন। জ্বললেনও।

প্রথম টি-টোয়েন্টিতে ০, দ্বিতীয় ম্যাচেই ৭৪ রানের ঝলমলে ইনিংস। তাও মাত্র ৪৪ বলে। যার মধ্যে ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মার। তার ব্যাটেই আসে বড় স্কোরের ভিত্তি। শেষ পর্যন্ত ১২ রানের রোমাঞ্চকর জয়। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে তামিম নিজের ইনিংসটা টেনেছেন যতদূর সম্ভব। তাতে অবশ্য এ বছর একটি মাইলফলকও ছুঁয়ে ফেলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক।

দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে এই মাইলফলক থেকে ৬৫ রান দূরে ছিলেন তামিম। ১৬তম ওভারের চতুর্থ বলে রাসেলকে চার মেরে টপকে যান ১০০০ রানের মাইলফলক। মাইলফলকের সঙ্গে জয়ের মুখও দেখায় রোমাঞ্চিত তামিম, ‘চাপটা এখন ওয়েস্ট ইন্ডিজের ওপর। প্রথম টি-টোয়েন্টিতে আমরা হয়তো সেভাবে খেলতে পারিনি কিন্তু ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সব সময় আত্মবিশ্বাসী ছিলাম।’

প্রথম ম্যাচে গোল্ডেন ডাক। দ্বিতীয় ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন। তামিমের মতে, সেন্ট কিটসে যে শট খেলে আউট হয়েছিলাম, সেটি আসলে ব্যাটে লাগবে বলে ভেবেছিলাম। আজ (গতকাল) শুরুতে নিজেকে সময় দিয়ে পরে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’

বাংলাদেশের দ্বিতীয় স্কোরার অধিনায়ক সাকিব আল হাসান। ৩৮ বলে করেছেন ৬০ রান। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ তামিম, ‘সাকিব অবিশ্বাস্য ইনিংস খেলেছে। সে আমার ওপর থেকে চাপ কমিয়েছে। শুরুতে তার বাউন্ডারিগুলোয় রানের চাকা সচল ছিল।’

আজ ভোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ফ্লোরিডার একই ভেন্যুতে। সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে টাইগার শিবির। তার জন্য শুরুতে তামিমের ব্যাটে আবারো ঝড় উঠুক, এমন প্রত্যাশা সবারই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads