• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সাফল্য নিয়ে দেশে ক্রিকেটাররা

ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার আমেরিকায় যোগ দিয়েছে তার সঙ্গে

সংরক্ষিত ছবি

ক্রিকেট

সাফল্য নিয়ে দেশে ক্রিকেটাররা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

এক টেস্ট সিরিজ বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সাফল্য নিয়েই দেশে ফিরেছে দলটি। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অন্যদের সঙ্গে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব ফিরলেও বাংলাদেশের বিমান ধরেননি বাকি চার সিনিয়র ক্রিকেটার- মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এছাড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে চলে গেছেন আয়ারল্যান্ডে।

এবার দারুণ অর্জন নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার তাদের হাতে শোভা পেয়েছে দুটি ট্রফি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দুটি ট্রফিসহ বাংলাদেশ দলকে নিয়ে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যারা ফেরেননি, তাদের কয়েকজন ছুটি কাটাতে থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার আমেরিকায় যোগ দিয়েছে তার সঙ্গে। সপরিবারে সময়টা দারুণ কাটাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। মুশফিক ও তামিম যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই কিছুদিন বেড়াবেন। তারা তিনজনেই ফিরবেন ঈদের কয়েক দিন আগে।

মাশরাফি, মুশফিক ও তামিমরা ছুটি কাটাতে থেকে গেলেও সিরিজ শেষে আবার ক্যারিবিয়ান দ্বীপে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহকে। তিনি যে সিপিএল খেলবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটিয়টসের হয়ে। আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ, তার আগে এই দলটির হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশি অলরাউন্ডার।

ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের দারুণ কিছু প্রাপ্তি যোগ হয়েছে। টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হেরে সফরের শুরুটা হতাশার হলেও সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ তাদের আধিপত্য জানান দিয়েছে। টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads