• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শেষ ষোলোতে শারাপোভা-নাদাল

টেনিস তারাকা মারিয়া শারাপোভা

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

শেষ ষোলোতে শারাপোভা-নাদাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

রজার্স কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মারিয়া শারাপোভা ও পেত্রা কেভিতোভা। তবে বিদায় নিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। ছেলেদের এককের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও স্তানিসলাস ওয়ারিঙ্কা।

উইম্বলডনে নিজেকে মেলে ধরতে পারেননি মারিয়া শারাপোভা। বিদায় নেন বিশ্বের সবচেয়ে মর্যাদাকর টেনিস আসরের প্রথম রাউন্ড থেকেই। মনের সেই কষ্টটা ভুলে ঘুরে দাঁড়িয়েছেন এ রুশ সুন্দরী। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও হয়ে উঠলেন মারকুটে। সুবাদে স্বদেশী ১২তম বাছাই টেনিস চমক দারিয়া কাসাতকিনাকে ৬-০ ও ৬-২ গেমে রীতিমতো উড়িয়ে দিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সুপারস্টার। শারাপোভার মতো জয় তুলে নিয়েছেন পেত্রা কেভিতোভাও। চেক প্রজাতন্ত্রের এই তারকা ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেন এস্তোনিয়ার অ্যানেত কন্তাভেইতকে। তবে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। চতুর্থ বাছাই এই জার্মান মেগাস্টার ৪-৬ ও ১-৬ গেমে হার মানেন ফ্রান্সের অ্যালিজ কর্নেটের কাছে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স জিতলেও হার মেনেছেন চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভা।

অন্যদিকে টরন্টোতে ছেলেদের ইভেন্টে ফ্রান্সের বেনোইত পেয়ারকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন রাফায়েল নাদাল। শেষ ষোলো পর্বে শীর্ষবাছাই স্প্যানিশ তারকার শক্তিশালী প্রতিপক্ষ সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কা। দ্বিতীয় রাউন্ডের ছোটখাটো ম্যারাথন ম্যাচে ওয়াইল্ড কার্ডধারী ওয়ারিঙ্কা ১-৬, ৭-৬ (৭-২) ও ৭-৬ (১২-১০) গেমে কুপোকাত করেন হাঙ্গেরির অবাছাই মার্টন ফুকসোভিকসকে। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ৬-৩ ও ৬-৪ গেমে পরাজিত করেন কানাডার পিটার পোলানস্কিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads