• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আশরাফুলের

ক্রিকেটার আশরাফুল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আশরাফুলের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে খেলতে আর কোনো বাধা থাকছে না আশরাফুলের সামনে। কারণ, আজ পাঁচ বছর নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তাই জন্মভূমির হয়ে লাল-সবুজের জার্সিতে ফের ক্রিকেট মাঠ মাতানোর স্বপ্ন উঁকি দিয়ে চলেছে তার মনে। কিন্তু তার স্বপ্নটা সহসাই পূরণ হচ্ছে না। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মন্তব্যে মিলল সে আভাস, ‘আশরাফুল অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ধরনের সংস্করণে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ঠিক আছে কি না, সেটা দেখতে হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে সব সংস্করণে খেলুক, এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ে জড়ানোয় শাস্তি হিসেবে ২০১৪ সালের জুনে আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করে বিপিএল দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। সঙ্গে জরিমানা করে দশ লাখ টাকা। একই বছরের সেপ্টেম্বরে বিসিবির শৃঙ্খলা প্যানেল তার শাস্তি কমিয়ে পাঁচ বছর করে। শেষ দুই বছর ছিল স্থগিত শাস্তি। ফলে ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান আশরাফুল। ইতোমধ্যে দুটি মৌসুমও খেলে ফেলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads