• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঘোষণা করা হলো এশিয়া কাপের প্রাথমিক দল

ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ৩১ জনের প্রাথমিক দল

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ঘোষণা করা হলো এশিয়া কাপের প্রাথমিক দল

  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

এশিয়া কাপের আর মাত্র এক মাস বাকি। চলছে প্রস্তুতি। এর মধ্যে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ৩১ জনের প্রাথমিক দল।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে জিতে উজ্জীবিত বাংলাদেশ দল। নিশ্চয়ই বড় কিছু করার স্বপ্ন নিয়ে রওয়ানা করবে মরুর দেশে।

তার আগে নিজেদের যাচাই-বাছাই করে নিতে অভিজ্ঞ ও নতুনদের মিশেলে গড়া হয়েছে এ দল। পেসার খালেদ আহমেদের মতো আরও আছেন ফজলে রাব্বী, শরিফুল হকদের মতো নতুনরা। আছে নাইম হাসানের মতো অনুর্ধ্ব-১৯ দলের হয়ে চমক দেখানো স্পিনাররাও।

৩১ জনের প্রাথমিক দলে আছে:
মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, জাকির হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও কামরুল ইসলাম রাব্বী।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ৩১ জনের দলের প্রাথমিক ক্যাম্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads