• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘সিদ্ধান্ত সাকিবের ওপর’

অলরাউন্ডার সাকিব আল হাসান

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘সিদ্ধান্ত সাকিবের ওপর’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছেন সাকিব আল হাসান। ব্যথা সহ্যের বাইরে চলে গেলে নিয়েছেন ইনজেকশন। এখন দরকার সাকিবের আঙুলে অস্ত্রোপচার। কিন্তু কখন করা হবে অপারেশন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

আগামী মাসের মাঝ থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া এশিয়া কাপের পরই করা হোক সাকিবের অপারেশন, যা কয়েক দিন আগে পরিষ্কার করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে পাপন এবার নিজের জায়গা থেকে সরে এসেছেন। বরং অপারেশনের সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন সাকিবের ওপরই। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, ‘যদি হাতে ব্যথা থাকে, তাহলে তো খেলতেই পারবে না। কিন্তু যদি পরে করার সুযোগ থাকে (অস্ত্রোপচার) তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয় দলের জন্য। পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর।’

তিনি আরো বলেন, ‘সাকিব যাওয়ার আগে (হজ) আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, কী করবে। আমি ওকে বলেছি, ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর যদি মনে করো এভাবে খেললে সমস্যা হবে, তাহলে অপারেশন করে ফেল।’ ঠিক এই কথাই বলেছি তাকে। এটাও বলেছি, ‘তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে করো, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার ওপর।’

গত রোববার হজ করতে সৌদি আরব গেছেন সাকিব আল হাসান। আগামী বুধবার হজ পালন করতে যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সৌদিতেও কথা হবে দুজনের। সিদ্ধান্ত পাকাপোক্ত হতে পারে সেখানেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads