• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রাথমিক দলে ৩ নতুন মুখ

গ্রুপে সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে টিকেট মিলবে সুপার ফোরের

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

এশিয়া কাপ

প্রাথমিক দলে ৩ নতুন মুখ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। এ লক্ষ্যে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ আগস্ট থেকে শুরু হবে প্রাথমিক দলের ক্যাম্প। ঘোষিত দলে নতুন মুখ তিনজন। তারা হলেন ফজলে রাব্বি, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। সম্প্রতি ‘এ’ দলের হয়ে নয়ন জুড়ানো পারফরম্যান্সের কারণেই দলে ডাক পেয়েছেন তারা। দলে আছেন ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাট করা মুমিনুল হক। বাদ পড়েছেন পেসার তাসকিন।

এশিয়া কাপে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপে সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে টিকেট মিলবে সুপার ফোরের। এ পর্বে চারটি দলই খেলবে একে অপরের সঙ্গে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ২৮ সেপ্টেম্বর।

প্রাথমিক দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, কাজী নূরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হোসেন, সানজামুল ইসলাম, মো. মিথুন ও ফজলে রাব্বি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads