• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাহমুদউল্লাহদের আরেকটি হার

ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না গেইল-মাহমুদউল্লাহরা

সংগৃহীত ছবি

ক্রিকেট

মাহমুদউল্লাহদের আরেকটি হার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না গেইল-মাহমুদউল্লাহরা। গত বুধবার কিংস্টনে ৪৭ রানে তারা হেরেছে জ্যামাইকা তালাওয়াসের কাছে।

টানা তৃতীয় জয়ের খোঁজে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে খেলতে নেমেছিল জ্যামাইকা। টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৪ উইকেটে ১৭৮ রান করে তারা। তারপর ৯ উইকেটে ১৩১ রানে মাহমুদউল্লাহদের আটকে দেয় তারা।

টানা দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পান মাহমুদউল্লাহ। লক্ষ্যে ছুটতে গিয়ে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ১৫ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রান করেন তিনি। এটি ছিল সেন্ট কিটসের ইনিংসের দ্বিতীয় সেরা। ৬১ রানে দল ৬ উইকেট হারানোর পর কার্লোস ব্যাথওয়েটের সঙ্গে ২৮ রানের জুটি ‍গড়েন বাংলাদেশি অলরাউন্ডার।

সেন্ট কিটসের অধিনায়ক ও ওপেনার ক্রিস গেইল করেন ২৪ রান। ২৫ বলের ইনিংসে ছিল ১ চার ও ৩ ছয়। জ্যামাইকার পক্ষে ক্রিসমার সান্টোকি, অ্যাডাম জাম্পা ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট নেন।

তার আগে কেনার লুইস ও গ্লেন ফিলিপসের ৬৪ রানের উদ্বোধনী ‍জুটিতে দারুণ শুরু করে জ্যামাইকা। কিন্তু দুজনকেই পুড়তে হয়েছে হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে। ২৪ বলে ৪৯ রানে আউট হন লুইস। ৪১ রান করেন ফিলিপস। তবে দলের স্কোরে সবচেয়ে বড় অবদান রস টেলরের। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads