• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
১০ বছর নিষিদ্ধ নাসির জামশেদ

পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ

সংগৃহীত ছবি

ক্রিকেট

১০ বছর নিষিদ্ধ নাসির জামশেদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার পিসিবি’র দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল নাসির জামশেদের উপর এ নিষেধাজ্ঞা জারি করে। 

ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিসিবি’র দুর্নীতিবিরোধী কোডের বেশ কয়েকটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় নাসির জামশেদকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জামশেদকে স্পট ফিক্সিংয়ের মূল হোতা হিসেবে রায় দিয়েছে দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই প্রমাণিত হয়েছে। জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়ে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতেন তিনি। 

পিএসএলের ২০১৬-১৭ মৌসুমে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম শাহজাইব হাসানকে গত শুক্রবার ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। ঠিক এক সপ্তাহ পর ১০ বছরের নিষেধাজ্ঞা পেলেন জামশেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads