• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বিশ্বকাপে চোখ আশরাফুলের

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল

সংগৃহীত ছবি

ক্রিকেট

বিশ্বকাপে চোখ আশরাফুলের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৮

সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। মাঝেমধ্যেই ব্যাটে উঠত ঝড়, প্রতিপক্ষ যেই হোক। এক সময় ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে বিপিএলের এক ফিক্সিং মোড় ঘুরিয়ে দেয় ক্যারিয়ারের। পান পাঁচ বছরের নিষেধাজ্ঞা। গত মাসে নিষেধাজ্ঞামুক্ত হন। গা ঝাড়া দিয়ে উঠতে মরিয়া এখন মোহাম্মদ আশরাফুল। স্বপ্ন দেখেন আবারো জাতীয় দলে খেলার। স্পষ্ট করে বললে, তার চোখ এখন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে।

গতকাল মিরপুরের একটি রেস্তোরাঁয় ক্রিকেট সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে কথা বলেন ‘আশার ফুল’খ্যাত এই ক্রিকেটার। আগামী বিশ্বকাপ নিয়ে তিনি বলেন- ‘হ্যাঁ, বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি। ২০১৫ বিশ্বকাপে ছিলাম না। তখন সাসপেন্ড ছিলাম। তার আগে তিনটা বিশ্বকাপ খেলেছি। তখন থেকেই স্বপ্ন দেখি যেভাবেই হোক পারফরম্যান্স করে আমি ২০১৯ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেব। এটা আমার বিশ্বাস।’

জাতীয় দলে ফিরতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। পাশাপাশি রান করতে হবে ঘরোয়া লিগে। ১ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। যেখানে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ দেখছেন আশরাফুল। তার মতে, ‘সিলেকশনের ব্যাপারটি অনেকটা আমার ওপরও। আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি, জাতীয় লিগে যদি ২০০-৩০০ মারতে পারি কয়েকটা ইনিংসে, তখন হয়তো বিবেচনায় আসব যে আমাকে দিয়ে আবার হবে।’

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আশরাফুল দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। যে দেখা-সাক্ষাতে নতুন স্বপ্নটা চওড়া হচ্ছে। তিনি বলেন, ‘তার (পাপন) সঙ্গে দেখা করেছি। তিনি সব সময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে। তবে আমার প্রথম চ্যালেঞ্জ জাতীয় লিগ। প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে। ভালো ক্রিকেট খেলতে চাই। তারপর হয়তো বা বিবেচনায় আসব, আমাকে নেবে কি নেবে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads