• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিদায় বেলায় রেকর্ডে কুক

ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

বিদায় বেলায় রেকর্ডে কুক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

বিদায়ী টেস্ট বলে কথা। স্মরণীয় করে রাখতে চাইবেন যেকেউ। অ্যালিস্টার কুকও যে সেটাই চেয়েছেন মনেপ্রাণে। লন্ডন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে স্মৃতিটা রঙিন করতে চেষ্টার কোনো ত্রুটিও রাখেননি। কিন্তু ৭১ রানেই থেমে যেতে হয়েছে ইংল্যান্ডের এই ড্যাশিং ওপেনারকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর কোনো ভুল হয়নি। ভারতের বোলাররা কুককে থামাতেও পারেননি। বিদায়ী ম্যাচের বিদায়ী ইনিংসে সেঞ্চুরিটা ঠিকই গড়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরির অনবদ্য এক ইনিংসে ইতিহাসে জায়গা করে নিলেন এই তারকা ব্যাটসম্যান। পাশে বসে গেলেন অভিষেক টেস্ট ও বিদায়ী টেস্টে শতক হাঁকানো চার ক্রিকেটারের। ২০০৬ সালের মার্চে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কুক, ভারতের বিপক্ষে নাগপুরে। তার আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার তিনজন- রেগ ডাফ, বিল পন্সফোর্ড ও গ্রেগ চ্যাপেল। তাদের রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুকের সেঞ্চুরির (১৪৫) সুবাদে পঞ্চম ও শেষ টেস্টে ৩৫৬ রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। ৩-১ ব্যবধানে পাঁচ টেস্টের সিরিজ তো আগেই নিশ্চিত করে নিয়েছে তারা। এবার শেষ টেস্টটি জিতে কুকের বিদায় পর্বটা আরো আলো ঝলমলে করার অপেক্ষায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর- ইংল্যান্ড : ৩৩২ ও ৩১৬/২ (ব্যাটিং) এবং ভারত : ২৯২।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads