• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সেরাটা দিতে প্রত্যয়ী মাহমুদউল্লাহ

নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ

সংগৃহীত ছবি

ক্রিকেট

সেরাটা দিতে প্রত্যয়ী মাহমুদউল্লাহ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ক্রিকেট। আর মাত্র দুই দিন। আগামী শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। শিরোপায় চোখ রেখে ২২ গজের কমব্যাট জোনে ক্রিকেট যুদ্ধে অবতীর্ণ হবে বাংলাদেশসহ ছয়টি দেশ। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।

বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে দুবাইয়ে। ভিসা জটিলতার কারণে একটু দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। সেখানে চলছে টাইগারদের নিবিড় প্রস্তুতি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সেখানে শক্তিশালী শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের চোখ তাই প্রথম ম্যাচের দিকে। কোচ স্টিভ রোডস ছক আঁকছেন প্রতিপক্ষ শ্রীলঙ্কার শক্তি ও দুর্বলতা নিয়ে। গতকাল নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে নিজের সেরাটা দিতে প্রত্যয়ী তিনি। দলের বাকিরাও ভালো খেলতে পারলে এবারের এশিয়া কাপটা স্মরণীয় হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নিঃসন্দেহে দলটি শক্তিশালী। তবে রিয়াদের মতে, তাদের হারাতে হলে সেরা খেলার বিকল্প  নেই। এই শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়াদের সবশেষ সাক্ষাতের ম্যাচটি বেশ সোনায় মোড়ানো। যদিও ফরম্যাটটি ছিল টি-টোয়েন্টি। নিদাহাস টুর্নামেন্টে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ১৮ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন রিয়াদ। সবচেয়ে মজার বিষয়, জয়ের জন্য ২ বলে যখন দরকার ৬ রান, রিয়াদ হাঁকিয়েছিলেন মনোমুগ্ধকর এক ছক্কা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা প্রসঙ্গে তাই মাহমুদউল্লাহ বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারব।’

ব্যক্তিগত লক্ষ্যটাও বেশ চওড়া মাহমুদউল্লাহর, ‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করব। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে। সেই ভালো লাগা আরো বেড়ে যায় যদি দল জেতে। আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতে চাই এবং যতটা সম্ভব পারফর্ম করতে চাই। সত্যি কথা বলতে, সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ। সুতরাং স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই। এতে প্রথমদিকে ভালো কিছু করতে পারব।’

আরব আমিরাতে বাংলাদেশ দলের জন্য বড় সমস্যা আবহাওয়া। কঠিন গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা। তবে আবহাওয়াকে পেশাদার ক্রিকেটারের চোখেই দেখছেন মাহমুদউল্লাহ, ‘এই মুহূর্তে এখানকার আবহাওয়ায় আর্দ্রতা বেশি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে এর সঙ্গে মানিয়ে চলতে ও খেলতে হবে। আমরা আবহাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবে নিচ্ছি।’

আবহাওয়া গরম হলেও একটা দিক থেকে স্বস্তির আবহ রয়েছে। কারণ দুবাইয়ে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশ। ফলে ক্রিকেটাররা মাঠে ভালো সমর্থন পাবেন বলে বিশ্বাস মাহমুদউল্লাহর, ‘এখানে প্রচুর বাংলাদেশি নাগরিক থাকেন। সুতরাং অনেক বেশি সমর্থন পাব বলেই বিশ্বাস করছি। আশা করি তারা মাঠে আসবেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমরা তাদের জন্য ভালো কিছু করব।’

ফিটনেস ও নিজেদের সক্ষমতা নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘গত চার বছরের তুলনায় এখন বেশি ক্রিকেট খেলছি। তবে এখনো ভারত, ইংল্যান্ড এবং আরো কয়েকটা দেশের মতো নয়। সে হিসাবে কিছুটা স্বস্তির সুযোগ আছে। আমাদের যা আছে, তার সক্ষমতা আরো বাড়াতে হবে। খেলোয়াড়দের বুঝতে হবে যে আমরা তাদের কী বলছি। গত চার বছরের তুলনায় এখন খেলোয়াড়দের ফিটনেস ভালো। আর একটা কথা হলো, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ক্রিকেট, তাই শুধু ফিটনেস নিয়ে নয়; আমি অন্যান্য স্কিল নিয়েও খেলোয়াড়দের সাহায্য করতে পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads